১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাংনী সীমান্তে বাংলাদেশী কৃষককে পেটাল বিএসএফ

পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ
-

মেহেরপুরের গাংনী উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে বাংলাদেশী এক কৃষককে শারীরিক নির্যাতন করেছে ভারতীয় বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে কৃষক নির্যাতনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন তারা। আগামীতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না বলেও বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল বুধবার সকালে আন্তর্জাতিক সীমানা পিলার ১৪৬ ও ১৪৭ এর মাঝে নো ম্যান্স ল্যান্ডে ভারতের ফুলবাড়িয়া বিএসএফ ক্যাম্প ও বিজিবি কোম্পানি পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কৃষক নির্যাতনের কড়া প্রতিবাদ জানালে বিএসএফের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়। ৪৭ বিজিবি কুষ্টিয়া সেক্টরের অধিনায়ক লে. কর্নেল মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাংনী উপজেলার কাজিপুর সীমান্তবর্তী মাঠে নিজ জমির মরিচক্ষেতে ঘাস কাটার পর কৃষক আলমগীর জমির আইলে বসেছিলেন। এ সময় ভারতীয় বিএসএফ সদস্য তাকে ধরে নিয়ে লাঠিপেটা করে নির্যাতন চালায়। এ ঘটনায় বিএসএফ কর্তৃক নির্যাতনের প্রতিবাদ জানিয়ে চিঠি দেয়া হয়।
জানা গেছে, গত মঙ্গলবার সকালে নিজ জমির মরিচক্ষেতে ঘাস কাটার পর জমির আইলে বসেছিলেন কৃষক আলমগীর হোসেন (৩৬)। পাশেই ভারতের মুরুটিয়া থানার গান্ধিনাপুর গ্রামের আবুল শাহের কলাবাগান। হঠাৎ কলাবাগানের ভেতর থেকে ভারতের ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পের দুই সদস্য এসে আলমগীর হোসেনকে লাঠি দিয়ে পেটাতে শুরু করে। পরে কৃষক মারা গেছেন ভেবে বিজিবি সদস্যরা পালিয়ে যায়। একই মাঠে কাজ করছিলেন কাজিপুর গ্রামের আরেক কৃষক আফাজুল। পরে তিনি অন্যান্য কৃষকদের সহায়তায় তাকে উদ্ধার করে নিয়ে আসেন।
কাজিপুর ইউনিয়ন পরিষদের সীমান্তবর্তী ওই ওয়ার্ডের মেম্বার আজগর আলী বলেন, সৌদি প্রবাস ফেরত আলমগীর হোসেন বিএসএফের নির্যাতনে আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement
মুক্তিযোদ্ধা দলের মহাসমাবেশে যোগ দেবেন খালেদা জিয়া একই দিনে তিন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীরা বিপাকে হাসিনা-আমুসহ ৩৯ জনের নামে ঝালকাঠি ও নলছিটিতে মামলার এজহার আইনজীবী আলিফ হত্যার কথা স্বীকার করেছেন রিপন দাশ খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ নেতা আশুতোষ চাকমা গ্রেফতার চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কুষ্টিয়ায় শিক্ষক সমাবেশ মেসির মতো অনন্য উচ্চতায় পৌঁছানো অসম্ভব না : ইয়ামাল রোববার তাপমাত্রা বাড়তে পারে শুল্কমুক্ত সুবিধায় ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল দুই ব্রাজিলিয়ানের জাদুতে বড় জয়ে ঘুরে দাঁড়াল কিংস শেখ হাসিনাকে আশ্রয় কেন, প্রশ্ন উঠছে ভারতে

সকল