চাঁদপুরে স্বামী-স্ত্রীসহ ৩ ও বগুড়ায় একজন নিহত
- নয়া দিগন্ত ডেস্ক
- ১২ জুন ২০২৪, ০২:০৭
চাঁদপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ তিনজন এবং বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সবুজ (২০) নামে এক ব্যক্তি ও হাসপাতালে নেয়ার পথে পিংকি বেগম (২৫) ও তার স্বামী মোজাম্মেল হক (৩৬) মারা গেছেন। সবুজ বাকিলার গোগরা গ্রামের হাওলাদার বাড়ির রফিকের ছেলে। অপর দুইজন ফুলচোয়া বেপারি বাড়ির বাসিন্দা। মোজাম্মেল হক স্ত্রীকে নিয়ে শ^শুর বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। গতকাল মঙ্গলবার বিকেলে চাঁদপুর কুমিল্লা সড়কের বাকিলা এলাকার গোগরা নামক স্থানে এ ঘটনা ঘটে। বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চাঁদপুর থেকে আসা বালুবাহী ট্রাক চাঁদপুরগামী সিএনজিচালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে চাকায় পিষ্ট হয়ে সবুজ নামের এক যুবক নিহত হয়েছে। তিনজনকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হলে দুইজন মারা যান। একজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল। হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে।
বগুড়া অফিস জানায়, বগুড়ায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বেলা ১১টার দিকে দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম তারেকুল ইসলাম তারেক (১৬)। সে এবার এসএসসি পরীক্ষা পাস করেছে। সে দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের আনছার আলীর ছেলে। এ ঘটনায় তারেকের সাথে মোটরসাইকেলে থাকা তার বন্ধু নাহিদ গুরুতর আহত হয়ে টিএমএসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুপচাঁচিয়া থানার ওসি সনাতন চন্দ্র সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা