১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নিখোঁজের ৮ দিন পর ধানক্ষেতে মিলল মাদরাসাছাত্রের লাশ

দুলাভাইসহ গ্রেফতার ২
-

নিখোঁজের আট দিন পর এক মাদরাসা ছাত্রের (১৫) লাশ মিলেছে ধানক্ষেতে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তার দুলাভাই ও দুলাভাইয়ের বন্ধুকে।
সোমবার (১০ জুন) রাত ১০টায় রংপুরের পীরগাছার বড় দরগা ছোট কল্যাণী মোদকপাড়ার খোকন চন্দ্র মহন্তের ধানক্ষেত থেকে রুবেল হোসেন (১৫) নামের ওই শিক্ষার্থীর অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। লাশের কোমরের উপরের অংশে শুধু হাড় ছিল।
রংপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) উৎপল কুমার রায়, গত ২ জুন বড় দরগা বাজার এলাকার বড় দরগা কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটারের কাস করতে গিয়ে নিখোঁজ হন স্থানীয় ভোট কলোনি তালতলা এলাকার বেল্লাল হোসেনের ছেলে রুবেল হোসেন। পরের দিন রুবেলে ফোন থেকে তার বাবার ফোনে ১৫ লাখ টাকা মুক্তিপণ চেয়ে একটি কল আসে। মুক্তিপণ না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। সাথে সাথে থানায় সাধারণ ডায়েরি করেন রুবেলের মামা আমিরুল ইসলাম। পরবর্তীতে বেল্লাল গত ৬ জুন বাদি হয়ে মাহিগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, এ ঘটনায় তথ্য প্রযুক্তির সহযেগিতায় রুবেলের দুলাভাই হাসান আলী আপেল (২৫) ও তার বন্ধু সোহাগ চন্দ্র মোহন্তকে (২৪) গ্রেফতার করে। পরবর্তীতে সোমবার রাতে গ্রেফতারকৃতদের দেখিয়ে দেয়া ওই ধানক্ষেত থেকে রুবেলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এসি উৎপল আরো জানান, কেন তাকে অপহরণ ও হত্যা করল বিষয়টি তদন্ত চলছে। খুব শিগগিরই সেটি জানা যাবে।
বাবা বেল্লাল হোসেন জানান, যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদের আমি ফাঁসি চাই। সে আমার জামাই হোক আর যেই হোক না কেন।


আরো সংবাদ



premium cement
সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে বেক্সিমকোর জন্য ১৮০ কোটি টাকা ছাড় করছে জনতা ব্যাংক

সকল