১১ বছর পর মুন্সীগঞ্জে হত্যা মামলার রায়ে ২ জনের যাবজ্জীবন
- মুন্সীগঞ্জ প্রতিনিধি
- ১২ জুন ২০২৪, ০২:০৫
মুন্সীগঞ্জের রতনপুরে ১১ বছর আগে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয় ছাদেকুল ইসলামকে। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। ১২ নভেম্বর ২০১৩ সালে ছাদেকুল ইসলামকে হত্যা করা হয়। ৩০২ (৩৪) দণ্ডবিধিতে অপরাধ প্রমাণিত হওয়ায় নুর হোসেন চোকদার (৪৬), আনোয়ার হোসেন শেখ (৩৮) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেন অতিরিক্ত জেলা দায়রা ও জজ আদালত-২ এর বিচারক খালেদা ইয়াসমিন উর্মী।
গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এই রায় প্রদান করেন তিনি। এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয় তাদের। সাজাপ্রাপ্ত আসামিরা এখন পলাতক রয়েছে।
বাদি বিচারকের রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, আদালতে একদিনও হাজিরা দেননি চার্জশিটভুক্ত আসামি জসিম (৪২)। আজকের রায়ে তিনিও বেকসুর খালাস পেয়েছেন। বাকি আসামি নুরুল আমিন চোকদার (৫০), মোহাম্মদ আলী চোকদার (৩৫), ইমান আলী বিশ্বাস (৩৫), নুর মোহাম্মদ চোরা (৩৫), মোহাম্মদ টিটু (৩৫), মোহাম্মদ হামিদ আলী (৬০)। অ্যাডভোকেট মোক্তার হোসেন খোকন হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাক্ষীদের দুর্বল সাক্ষী দেয়ায় আসামিরা এই মামলায় খালাস পেয়েছে।
অপর দিকে দুইজন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হলেও তাদের মধ্যে একজন নুর হোসেন চোকদার (৪৬) বিদেশে মারা যাওয়ার গুঞ্জন চলছে। হাদিস আলী ক্রস ফায়ারে মারা গেছে বলে জানা গেছে।
বাদিনীর দেবর হাসান শেখ এই রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘ ১১ বছর মামলাটি পরিচালনা করে আসছি। আসামিরা কোর্টে হাজিরা না দিয়েও মুক্তি পেয়েছে মো: জসিম উদ্দিন। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ১১ বছর আগে রতনপুর বাজারের দক্ষিণ দিকে মেইন সড়কেই প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় ছাদেকুল ইসলামকে।
হত্যা মামলার রায়ের কপি দেখে আপিল করবেন বলে অ্যাডভোকেট মুক্তার হোসেন খোকন সাংবাদিকদের জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা