নিখোঁজ নারী সাপের পেট থেকে উদ্ধার
- নয়া দিগন্ত ডেস্ক
- ১১ জুন ২০২৪, ০০:১২
ইন্দোনেশিয়ায় বিশাল আকৃতির অজগর সাপের পেট থেকে এক নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গত শনিবার এই ঘটনা ঘটে। মৃত নারী ফরিদা (৪৫) ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের কালেম্পাং গ্রামের বাসিন্দা।
চার সন্তানের জননী ফরিদা গত বৃহস্পতিবার রাতে নিখোঁজ হন। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পর গ্রামের এক স্থানে ফরিদার পরিহিত জামা কাপড়ের অংশ পাওয়া যায়। এ ঘটনা সন্দেহজনক হয়ে উঠলে আশেপাশে তল্লাশি শুরু হয়। এর কিছু দূরেই একটি বিশাল পেটের অজগর সাপের দেখা মেলে। সেই সাপের পেট অনেক বড় আকারে ফুলে ছিল।
এরপর তারা সাপটির পেট কাটার সিদ্ধান্ত নেন। সাপটির পেট কাটার কিছুক্ষণের মধ্যেই ফরিদার মাথা বের হয়ে আসে। এরপর পোশাক পরিহিত অবস্থায় ফরিদাকে সাপের পেটে পায়া যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, বিশাল আকার সাপটির দৈর্ঘ্য প্রায় পাঁচ মিটার (১৬ ফুট)। সাম্প্রতিক বছরগুলোতে ইন্দোনেশিয়ার এসব অঞ্চলে সাপের আক্রমণ বেড়েছে। এতে বেশ কয়েকজন মারাও গেছে। এএফপি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা