ভারতে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২০ লাখের মধ্যে প্রথম আমিনা আরিফ
- নিজস্ব প্রতিবেদক
- ০৯ জুন ২০২৪, ০০:৫৮, আপডেট: ০৯ জুন ২০২৪, ০১:০২
ভারতে অল ইন্ডিয়া এনইইটি ইউজি ২০২৪ পরীক্ষায় (এমবিবিএস ভর্তি পরীক্ষা) উর্দু মিডিয়ামের শিক্ষার্থী আমিনা আরিফ কাদিওয়ালা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। তিনি ভারতের প্রায় ২০ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। তিনি মুম্বাইয়ের জগেশ্বরির মেডনি হাইস্কুলের শিক্ষার্থী ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, আমিনা আরিফ পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পেয়েছেন। এ ধরনের নম্বর এ বছর আরো ৬৭ জন পেয়েছেন। তবে আমিনা আরিফ প্রথম হয়েছেন। গত বছর পুরো ভারতের মহারাষ্ট্রের তিনজন এ রকম নম্বর পেয়েছিলেন।
গত ৫ মে ভারতের ৫৭১ শহরে চার হাজার ৭৫০ কেন্দ্রে ২০ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে পাস করে ১১ লাখ ৪৫ হাজার। এর মধ্যে আমিনা আরিফ প্রথম হয়েছে। ভারতের ৫৪০ মেডিক্যাল কলেজে ৮০ হাজারের বেশি এমবিবিএস করার জন্য আসন রয়েছে।
ভারতের মুসলিম মিরর পত্রিকা লিখেছে, আমিনা আরিফ কাদিওয়ালা দশম শ্রেণী পর্যন্ত উর্দু মাধ্যমের শিক্ষার্থী ছিলেন। এরপর এসভিকেএম’র মিথিবাড়ি কলেজে ভর্তি হন। আমিনা প্রথমে ইংরেজিতে খুবই দুর্বল ছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরে তিনি ধীরে ধীরে ইংরেজি ভীতি কাটিয়ে উঠেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হন।
মুসলিম মিরর লিখেছে, তার সফলতা অন্যদেরও উৎসাহ জোগাচ্ছে। তার সফলতার গল্প ভারতে ব্যাপক প্রশংসা পাচ্ছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে। তার ব্যতিক্রমী ফল কিছু মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের প্রতিশ্রুতিশীল ক্যারিয়ারের পথ প্রশস্ত করে দিয়েছে। মুসলিম মিরর লিখেছে, আমিনা আরিফ কাদিওয়ালা এই নতুন যাত্রা শুরু করার সাথে সাথে আরো কঠোর পরিশ্রম করে যেতে চান এবং স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব রাখতে চান। পত্রিকাটি আরো লিখেছে, আমিনা আরিফ কাদিওয়ালার এই কৃতিত্ব ভারতের উচ্চাকাক্সক্ষী শিক্ষার্থীদের প্রেরণার উৎস হয়ে উঠেছে।
কাদিওয়ালা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তিনি দিল্লির এআইআইএমএস বা এইমসে কাজ করতে চান। তিনি সেখানকার এইচএসসি পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। এমবিবিএস ভর্তি পরীক্ষায় কাদিওয়ালা এটি নিয়ে তিনবার পরীক্ষা দিয়েছেন। এর আগের পরীক্ষায় ৪০০’র বেশি নম্বর পেয়েছিলেন। তার বাবা একটি বেকারিতে কাজ করেন। তার পরিবার এবং তার স্কুল ও কলেজ থেকে তিনি ভালো রেজাল্ট করার উৎসাহ পেয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া লিখেছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা