১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ভারতে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ২০ লাখের মধ্যে প্রথম আমিনা আরিফ

-

ভারতে অল ইন্ডিয়া এনইইটি ইউজি ২০২৪ পরীক্ষায় (এমবিবিএস ভর্তি পরীক্ষা) উর্দু মিডিয়ামের শিক্ষার্থী আমিনা আরিফ কাদিওয়ালা অসাধারণ কৃতিত্ব অর্জন করেছে। তিনি ভারতের প্রায় ২০ লাখ ৪৫ হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন। তিনি মুম্বাইয়ের জগেশ্বরির মেডনি হাইস্কুলের শিক্ষার্থী ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, আমিনা আরিফ পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পেয়েছেন। এ ধরনের নম্বর এ বছর আরো ৬৭ জন পেয়েছেন। তবে আমিনা আরিফ প্রথম হয়েছেন। গত বছর পুরো ভারতের মহারাষ্ট্রের তিনজন এ রকম নম্বর পেয়েছিলেন।
গত ৫ মে ভারতের ৫৭১ শহরে চার হাজার ৭৫০ কেন্দ্রে ২০ লাখ ৩৮ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেয়। এর মধ্যে পাস করে ১১ লাখ ৪৫ হাজার। এর মধ্যে আমিনা আরিফ প্রথম হয়েছে। ভারতের ৫৪০ মেডিক্যাল কলেজে ৮০ হাজারের বেশি এমবিবিএস করার জন্য আসন রয়েছে।
ভারতের মুসলিম মিরর পত্রিকা লিখেছে, আমিনা আরিফ কাদিওয়ালা দশম শ্রেণী পর্যন্ত উর্দু মাধ্যমের শিক্ষার্থী ছিলেন। এরপর এসভিকেএম’র মিথিবাড়ি কলেজে ভর্তি হন। আমিনা প্রথমে ইংরেজিতে খুবই দুর্বল ছিলেন বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। কিন্তু পরে তিনি ধীরে ধীরে ইংরেজি ভীতি কাটিয়ে উঠেন এবং পরীক্ষায় উত্তীর্ণ হন।
মুসলিম মিরর লিখেছে, তার সফলতা অন্যদেরও উৎসাহ জোগাচ্ছে। তার সফলতার গল্প ভারতে ব্যাপক প্রশংসা পাচ্ছে। বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পাচ্ছে। তার ব্যতিক্রমী ফল কিছু মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের প্রতিশ্রুতিশীল ক্যারিয়ারের পথ প্রশস্ত করে দিয়েছে। মুসলিম মিরর লিখেছে, আমিনা আরিফ কাদিওয়ালা এই নতুন যাত্রা শুরু করার সাথে সাথে আরো কঠোর পরিশ্রম করে যেতে চান এবং স্বাস্থ্যসেবায় ইতিবাচক প্রভাব রাখতে চান। পত্রিকাটি আরো লিখেছে, আমিনা আরিফ কাদিওয়ালার এই কৃতিত্ব ভারতের উচ্চাকাক্সক্ষী শিক্ষার্থীদের প্রেরণার উৎস হয়ে উঠেছে।
কাদিওয়ালা টাইমস অব ইন্ডিয়াকে বলেন, তিনি দিল্লির এআইআইএমএস বা এইমসে কাজ করতে চান। তিনি সেখানকার এইচএসসি পরীক্ষায় ৯৫ শতাংশ নম্বর পেয়েছিলেন। এমবিবিএস ভর্তি পরীক্ষায় কাদিওয়ালা এটি নিয়ে তিনবার পরীক্ষা দিয়েছেন। এর আগের পরীক্ষায় ৪০০’র বেশি নম্বর পেয়েছিলেন। তার বাবা একটি বেকারিতে কাজ করেন। তার পরিবার এবং তার স্কুল ও কলেজ থেকে তিনি ভালো রেজাল্ট করার উৎসাহ পেয়েছেন বলে টাইমস অব ইন্ডিয়া লিখেছে।

 


আরো সংবাদ



premium cement
ফিক্সিংয়ের অভিযোগে ফ্র্যাঞ্চাইজির মালিক প্রেম ঠাকুর গ্রেফতার ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি

সকল