মিয়ানমার থেকে মুক্তি পাওয়া ৪৫ বাংলাদেশী আজ দেশে ফিরছেন
- কূটনৈতিক প্রতিবেদক
- ০৯ জুন ২০২৪, ০০:৫৭
মিয়ানমারের কারাগারে বন্দী থাকা ৪৫ বাংলাদেশী মুক্তি পেয়েছেন। গতকাল শনিবার সকালে তারা জাহাজে করে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন। আজ সকালে জাহাজটি কক্সবাজার এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস জানায়, রাখাইন রাজ্যে চলমান সঙ্ঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে নিতে কক্সবাজারের উদ্দেশে আসা দেশটির নৌবাহিনীর একটি জাহাজে করে মুক্তি পাওয়া ৪৫ জন বাংলাদেশী দেশে ফিরছেন। এই ৪৫ জনের মধ্যে অধিকাংশই কক্সবাজার, নরসিংদী ও নারায়ণগঞ্জ জেলার অধিবাসী।
এ নিয়ে গত একবছরে সর্বমোট ২৪৭ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠাতে সক্রিয় ভূমিকা পালন করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এর আগে গত ২৩ এপ্রিল ১৭৩ জন বাংলাদেশী নাগরিককে দেশে ফেরত পাঠানো হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা