০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

ঋণনির্ভর বাজেট অর্থনৈতিক ব্যবস্থা পঙ্গু করবে : অধ্যাপক মুজিবুর রহমান

নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি সম্মেলনে বক্তব্য রাখছেন অধ্যাপক মুজিবুর রহমান : নয়া দিগন্ত -

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, একটানা দীর্ঘ দিন ধরে দখলদার ডামি সরকার ক্ষমতায় থাকায় দেশের অর্থব্যবস্থাকে ফোকলা করে দিয়েছে। একটার পর একটি ঋণনির্ভর মেগা বাজেট দেশের অর্থব্যবস্থাকে পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছে। ঋণখেলাপিদের সংখ্যা ও টাকার অঙ্ক দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মেগা প্রকল্পের নামে দুর্নীতি, লুটপাট ও অর্থপাচারকে উৎসাহিত করছে। নিয়ন্ত্রণহীন নিত্যপণ্যের মূল্য জনগণের ক্রয় ক্ষমতা নিঃশেষ করে দিচ্ছে। বেকারত্ব বৃদ্ধি, ব্যাংক থেকে বাছবিচারহীন ঋণ গ্রহণসহ আর্থিক কার্যক্রম দেশের মূল্যস্ফীতিকে আকাশচুম্বী করার পাশাপাশি মানুষের জীবনযাপনকে কঠিন করে তুলেছে। এ অবস্থায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেট ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে আবির্ভূত হয়েছে।
জামায়াতে ইসলামী নরসিংদী জেলা শাখার উদ্যোগে স্থানীয় কার্যালয়ে আয়োজিত ইউনিয়ন আমির/সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলার ভারপ্রাপ্ত আমির মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সম্মেলনে বক্তৃতা করেন, এস জামান, আবদুল লতিফ খান, মাহফুজ ভূঁইয়া, এম এ রহমান, মোস্তাফিজুর রহমান কাউসার, আবুল কাশেম সিকদার, মাওলানা সানাউল্লাহসহ জেলা ও উপজেলা নেতারা।
পিরোজপুর : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, আমাদের আল্লাহকে হাজির নাজির জেনে দায়িত্ব পালন করতে হবে। আমাদের মনে রাখতে, আল্লাহ আমাকে দেখছেন, আমার সবকিছু শুনছেন। আমরা যা কিছু করছি সবকিছুই তিনিই পর্যবেকক্ষণ করছেন।

গতকাল বরিশাল অঞ্চলের জেলা ও মহানগরী কর্মপরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালের সভাপতিত্বে দারসুল কুরআন পেশ করেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। অনুষ্ঠান পরিচালনা করেন, কেন্দ্রীয় শূরা ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী। উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় শূরা সদস্য ও বরিশাল মহানগরী আমির মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, অঞ্চল টিমের অন্যান্য সদস্যরা, সব জেলা আমির প্রমুখ।
মাওলানা আবদুল হালিম বলেন, আমাদের লাধিক নেতাকর্মী গ্রেফতার, হাজার হাজার নেতাকর্মীকে রিমান্ডে নেয়া হয়েছে। আল্লামা সাঈদী রাহি:কে ৪৩ দিন রিমান্ডে নিয়ে একটা বিবৃতি দেয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, আল্লামা সাঈদী জেল বসে তার মাকে হারিয়েছেন, প্রিয় সন্তানকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন পুত্রবধূ হারিয়েছেন তবুও কোনো কিছুই তাকে আদর্শচ্যুত করতে পারিনি। তারা আমাদের সামনে ত্যাগ কোরবানির উৎকৃষ্ট উদাহরণ পেশ করে গেছেন।
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, নামাজ না পড়লে যেভাবে জাহান্নামে যেতে হবে ঠিক সেভাবে সামাজিক দায়িত্ব পালন না করলেও জাহান্নামে যেতে হবে। রাসূল সা: তার সাহাবিদেরকেও এভাবে সামাজিক দায়িত্ববোধ সম্পন্ন মানুষে পরিণত করেছে।
চট্টগ্রাম মহানগরী : চট্টগ্রাম নগরীতে ব্যবসাবান্ধব উন্নয়নে বাজেটে বিশেষ বরাদ্দের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী আমির, সাবেক এমপি ও জামায়াতের সংসদীয় দলের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। গতকাল এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। জামায়াতের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেন, জাতীয় সঙ্কট মোকাবেলায় কোনো দিক নির্দেশনা এই বাজেটে নেই। এই বাজেটে জনগণের কল্যাণ হবে না বরং জনদুর্ভোগ বাড়াবে।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে চট্টগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চট্টগ্রাম বন্দর, বিশ্বের প্রাচীনতম বন্দরগুলোর একটি। শুধু অর্থনৈতিক দিক নয়, চট্টগ্রাম সৌন্দর্যের দিক থেকেও অনন্য। কিন্তু চট্টগ্রাম ধীরে ধীরে তার প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে ইট পাথরের নগরীতে পরিণত হচ্ছে। সঠিক পরিকল্পিত উন্নয়নের অভাবে চট্টগ্রাম মহানগরী বর্তমানে তার স্বকীয়তা হারাচ্ছে। অবৈধ স্থাপনা গড়ে তোলায় সামান্য বৃষ্টিতে জলজট কোথাও স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ একের পর এক মাস্টার প্ল্যান করে চট্টগ্রামকে ধ্বংসের নগরীতে পরিণত করছে।

 


আরো সংবাদ



premium cement
সরিষাবাড়ীতে ট্রাক্টর চাপায় শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম আদালতের নথি চুরির ঘটনায় বিচারাধীন মামলায় প্রভাব পড়বে না কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরি করতে হবে : রফিকুল ইসলাম ‘পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধে অভিযান জোরদার করবে সরকার’ সোনাগাজীতে উপজেলা আ'লীগ নেতা গ্রেফতার দেশে ফিরলেন ৯০ জন, ভারতে গেলেন ৯৫ ময়মনসিংহে শীতার্তদের মাঝে সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ এক কার্গো এলএনজি ও ৫০ হাজার টন চাল কিনবে সরকার ‘চব্বিশের বিজয়কে অর্থবহ করতে তরুণ প্রজন্মকে বইমুখী করতে হবে’ সীমান্তে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, লাশ নিয়ে গেল ভারতীয় পুলিশ লন্ডনের উদ্দেশে বাসা থেকে বের হলেন খালেদা জিয়া

সকল