১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপতে মৃত্যুর হানা

২ মোটরসাইকেল আরোহীসহ নিহত ৩

-

সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জ ও বরগুনায় দুই মোটরসাইকেল আরোহী ও গাজীপুরে এক কাভার্ডভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরের কোনাবাড়িতে ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে এক কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে মহানগরের কোনাবাড়ি ডিগ্রি কলেজের সামনের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত কাভার্ড ভ্যানচালক মোহাম্মদ আসাদ (৩২) ময়মনসিংহের তারাকান্দা থানার রামপুর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। জিএমপির কোনাবাড়ী থানার এসআই নাবিরুজ্জামান জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা হতে কাভার্ড ভ্যান চালিয়ে টাঙ্গাইলের দিকে যাচ্ছিলেন আসাদ। পথে কোনাবাড়ি ডিগ্রি কলেজের সামনে পৌঁছলে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় সামনে থাকা একই দিকগামী অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় কাভার্ড ভ্যানটি। এতে কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং চালক আসাদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যান আসাদ। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং কাভার্ড ভ্যানটি জব্দ করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।

মুন্সীগঞ্জ প্রতিনিধি জানান, শ্রীনগরে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী মিজান রহমান (৪০) নামক এক সুইজারল্যান্ড প্রবাসী নিহত ও আলামিন (৩৮) নামক বাইকচালক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-দোহার সড়কের শ্রীনগর উপজেলার বাঘড়া বরিবরখোলা খান বাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজানুর রহমান ঢাকা জেলার দোহার উপজেলার সাতভিটা গ্রামের মৃত অলি খালাসির ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সুইজারল্যান্ডে কর্মরত ছিলেন। গত এক মাস আগে তিনি ছুটিতে বাড়িতে আসেন। শ্রীনগর বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বেতাগী (বরগুনা) সংবাদদাতা জানান, বরগুনার বেতাগীতে সড়কের ওপর ফেলে রাখা ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি তোফায়েল আহমেদ (৪২) নামে একজন মোটরবাইক আরোহী নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় বেতাগী-মির্জাগঞ্জ সড়কের বেতাগী পৌরসভার বাসন্ডা গৌরাঙ্গের স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তার সাথে একই মোটরবাইকে থাকা রাসেল নামে অপর আরোহী আহত হয়েছেন। বেতাগী থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 


আরো সংবাদ



premium cement