০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

বিশ্বরেকর্ড

-

ঘানার এক শিশু সর্বকনিষ্ঠ শিল্পী হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছে। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একটি বিবৃতিতে রেকর্ডটি নিশ্চিত করে। তাতে বলা হয়েছে, ঘানার শিশু এস-লিয়াম নানা স্যাম আঙ্করা এক বছর ১৫২ দিন বয়সে বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ শিল্পী হিসেবে রেকর্ড গড়েছে। শিশুটির মা চ্যান্টেল কুকুয়া এঘান নিজেও একজন শিল্পী। গত জানুয়ারি মাসে আক্রার বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে এসুলিয়ামের ছবির প্রথম প্রদর্শনীর ব্যবস্থা করেছিলেন তিনি। সেখানে তার আঁকা ১০টি ছবির মধ্যে ৯টি বিক্রি হয়েছিল।
এঘান বলেন, তার শিশুর ছবি আঁকার বিষয়টি হঠাৎ করে শুরু হয়। মাত্র ছয় মাস বয়সেই। তিনি বলেন, নিজের ছবি আঁকার জন্য সময় বের করতে শিশু এস-লিয়ামকে কিছু দিয়ে ব্যস্ত রাখতে চেয়েছিলেন। এ সময় একটি ক্যানভাস দিয়ে তার ওপর কিছু রং দিয়ে দেন। এ সময় শিশুটি হামাগুড়ি দিয়ে রং পুরো ক্যানভাসে ছড়াতে থাকে। আর এভাবে তার ছেলের প্রথম ছবি ‘দ্য ক্রল’ তৈরি হয়। এরপর থেকে শিশুটি তার মায়ের চেষ্টায় নতুন করে আরও ছবি আঁকতে শুরু করে।
শিশুটির জন্য রেকর্ড গড়ার অংশ হিসেবে তার মা এঘান আবেদন করেন। পরে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানায়, নতুন রেকর্ড গড়তে হলে তার ছেলের চিত্র প্রদর্শনী করতে হবে এবং ছবি বিক্রি হতে হবে। এরপর গত জানুয়ারি মাসে শিশুটির জন্য প্রথম চিত্র প্রদর্শনীর আয়োজন করেন তার মা। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement