০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

গণতান্ত্রিক ধারা বজায় রাখায় ভারতকে অভিনন্দন পররাষ্ট্রমন্ত্রীর

-

গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট, কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ও ভারতের জনগণকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, এটি গণতন্ত্রের একটি উদাহরণ, যা প্রেরণাদায়ক। ভারতে একটি নতুন সরকার শিগগির গঠিত হবে। আশা করছি, গভীরতর সহযোগিতা ও দুই দেশের জনগণের মধ্যে জোরালো বন্ধনের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ের ওপর সাংবাদিকদের সাথে আলাপকালে হাছান মাহমুদ এসব কথা বলেন। ভারতের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে এনডিএ জোট সরকার গঠন করতে যাচ্ছে। অন্য দিকে ইন্ডিয়া জোট শক্তিশালী বিরোধী হিসেবে পার্লামেন্টে আসছে। তবে এই নির্বাচনে বিজেপি আগের চেয়ে দুর্বল হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের জনগণ তাদের পছন্দের সরকার নির্বাচন করেছে। একই জোট আবার ক্ষমতায় আসবে। ভারতের সাথে আমাদের বন্ধন অটুট থাকবে। তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের চেতনার ওপর ভিত্তি করে ভারতের সাথে আমাদের সম্পর্ক রচিত। এই যুদ্ধে আমরা একসাথে আত্মত্যাগ করেছি, রক্ত দিয়েছি। হাছান মাহমুদ বলেন, নির্বাচনে ভারতের বিরোধী দলগুলো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এটি বাংলাদেশে দেখা যায়নি।
তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কাজ করে। অভিন্ন নদীগুলোর ন্যায্য হিস্যা নিয়ে ভারতের সাথে আলোচনা অব্যাহত থাকবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের সাথে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে। এই বিশেষ সম্পর্ক অন্য কারো সাথে তুলনা করা যাবে না। অপর দিকে চীন আমাদের উন্নয়নের অংশীদার। উভয় দেশের সাথেই আমাদের সম্পর্ক খুব ভালো। এ ছাড়া এক দেশের সাথে সম্পর্ক আরেক দেশের সম্পর্কে প্রভাব ফেলে না।
ড. মুহাম্মদ ইউনূসের বিচার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ড. ইউনূসের বিচার আইনি প্রক্রিয়ায় যথাযথভাবে হচ্ছে। এ ছাড়া তিনি আদালতের সহানুভূতিও পাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপাল থেকে বাংলাদেশ জলবিদ্যুৎ আমদানি করবে। ১০ বছর আগেও এটা নিয়ে অনেকের উদ্বেগ ছিল, যেটি আজ বাস্তবতা। আগামী দিনেও এমন অনেক বাস্তবতার সাক্ষি আমরা হবো।


আরো সংবাদ



premium cement