খুলনায় ৩ জনসহ বিভিন্ন স্থানে নিহত ৬
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৬ জুন ২০২৪, ০০:০০
খুলনার পাইকগাছায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল কেনার একদিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক যুবক। এ ছাড়া পটুয়াখালীতে এক যুবক ও পাবনায় এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার পাইকগাছায় শিববাটি সেতু সংলগ্ন এলাকায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে ভ্যানচালক ইসমাইলের নাম জানা গেলেও অপর দু’জনের পরিচয় জানা যায়নি। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাইকগাছা থানার ওসি ওবায়দুর রহমান জানান, সকালে একটি খালি ভ্যান কয়রা থেকে পাইকগাছা অভিমুখে যাচ্ছিল। এক পর্যায়ে ভ্যানটি উপজেলার শিববাটি সেতু এলাকায় পৌঁছলে বিপরীতমুখী দ্রুতগতির একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালকসহ দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোটরসাইকেল কেনার একদিন পর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আসিফ নামে এক যুবক (২৬)। গতকাল বুধবার দুপুরে সরাইল-নাসিরনগর সড়কের ধরন্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের উত্তরপাড়ার লিংকন মিয়ার পুত্র। পারিবারিকভাবে দুই ভাই ও এক বোনের মধ্যে আসিফ সবার বড়। সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, একটি সিএনজিচালিত টেক্সিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আসিফকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে সে মারা যায়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় হাসপাতাল থেকে লাশ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।
বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর বাউফলে ইজিবাইকের ধাক্কায় সোহাগ গাজী (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল ৬টার দিকে কালিশুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ নাজিরপুর ইউনিয়নের নিজ তাঁতেরকাঠী গ্রামের কলম গাজীর ছেলে। বাউফল থানার এসআই মো: ইমরান হোসেন জানান, বুধবার সকালে ঢাকা থেকে বেড়াতে আসা মেহমানদের নিয়ে ধুলিয়া থেকে ইজিবাইকে বাড়ি ফিরছিলেন। এ সময় কালিশুড়ী বাজারে পৌঁছলে বিপরীতগামী আরেকটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে সড়কের ওপর পড়ে যান সোহাগ। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহরে সড়ক দুর্ঘটনায় রাজিয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে দিয়ারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজিয়া খাতুন উপজেলা হরিপুর ইউনিয়নের দিয়ারপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। চাটমোহর থানা ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা