গাজীপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ১২ লাখ টাকা লুট
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ০৬ জুন ২০২৪, ০০:০০
গাজীপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ক্যাশিয়ারকে অচেতন করে ১২ লাখ টাকা লুটে নিয়েছে মলম (অজ্ঞান) পার্টির সদস্যরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় গত সোমবার এ ঘটনা ঘটে।
জানা গেছে, ইসলামী ব্যাংকের গাজীপুর নগরীর মালেকের বাড়ি এজেন্ট শাখার ক্যাশিয়ার ওয়াহিদুর রহমান গত সোমবার বেলা আড়াইটায় শাখা কার্যালয় থেকে ১২ লাখ টাকা নিয়ে গাজীপুর চান্দনা চৌরাস্তায় ইসলামী ব্যাংকের মূল শাখায় জমা দিতে যাচ্ছিলেন। তিনি মালেকের বাড়ি বাসস্ট্যান্ড থেকে বলাকা বাসে ওঠার পর অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন। টাকা লুটে নেয়ার পর অজ্ঞান পার্টির সদস্যরা তাকে ময়মনসিংহের একটি বাসে উঠিয়ে দেয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে ময়মনসিংহের ফুলপুরে গিয়ে তার জ্ঞান ফিরে। সেখান থেকে ফোন পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুরে নিয়ে আসেন। তিনি বর্তমানে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এ ঘটনায় এজেন্ট শাখার মালিক শরীফুল ইসলাম খান জিএমপি বাসন থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জিডি তদন্তকারী অফিসার এসআই নাজমুল হক বলেন, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ভিকটিমের কথাবার্তা সন্দেহজনক।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা