১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কৃচ্ছ্রর মধ্যেই ইপিবির জন্য ১৫৬.৬০ কোটি টাকার ভবন নির্মাণের অনুমতি

-


কৃচ্ছ্র সাধনের মধ্যে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) জন্য ১২তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকা। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ অর্থ ব্যয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
একই সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আরো তিনটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এ তিন প্রস্তাবের বিপরীতে ব্যয় ধরা হয়েছে ৭৪ কোটি ৭১ লাখ ৫৫ হাজার ৭৫ টাকা। তিনটিই বিভিন্ন কাজের অতিরিক্ত ব্যয়।
গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবগুলো অনুমোদন দেয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব জাহেদা পারভীন সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় চার পূর্তকাজে ব্যয় বৃদ্ধিসহ ক্রয় কমিটিতে ১১ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে মোট ব্যয় হবে ১,৬৫৬ কোটি টাকা।
জাহেদা পারভিন জানান, ইপিবির জন্য ‘১২তলা বিশিষ্ট রফতানি উন্নয়ন ভবন নির্মাণ’ প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্পটি বাস্তবায়ন করবে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনি¤œ দরদাতা প্রতিষ্ঠান ইউসিসিএল দি ইউনাইটেড কন্সট্রাকশন কোম্পানি লিমিটেড। এতে ব্যয় হবে ১৫৬ কোটি ৬০ লাখ ৯২ হাজার টাকা।

প্রকল্পের আওতায় ঢাকার আগারগাঁও এলাকায় রফতানি উন্নয়ন ব্যুরোর জন্য তিনটি বেজমেন্টের ওপর ১২তলা বিশিষ্ট রফতানি উন্নয়ন ভবন নির্মাণ করা হবে বলেও জানান তিনি। সভায় ‘বিসিএস ইকনোমিক একাডেমি প্রতিষ্ঠা (৩য় সংশোধিত)’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ ২৮ কোটি ৮ লাখ ৫ হাজার ২৮৪ টাকা ব্যয় প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় ১৩তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণকাজ ঠিকাদারি প্রতিষ্ঠান হাসান অ্যান্ড সন্স লিমিটেডের সাথে ১৫৭ কোটি ৯৭ লাখ ৩৯ হাজার ৫৩০ টাকায় ক্রয়ের চুক্তি হয়।
চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত বা টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস-বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৮ কোটি ৮ লাখ ৫ হাজার ২৮৪ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।
এ ছাড়া ‘ঢাকার মিরপুরে ৯ নম্বর সেকশনে ১৫টি ১৪তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ (স্বপ্ননগর-২)’ প্রকল্পের ভেরিয়েশন প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। প্রকল্পের পূর্ত-৮ ভবন-১৩ ও ২২ এর নির্মাণকাজ ঠিকাদারি প্রতিষ্ঠান নূরানী কনস্ট্রাকশন লিমিটেডের কাছ থেকে ৭৭ কোটি ৭৭ লাখ ১৪ হাজার ২৩৬ টাকায় ক্রয়ের চুক্তি করা হয়।

চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত বা টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস-বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৩ কোটি ৩০ লাখ ৮১ হাজার ৬৮৬ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
‘ঢাকার মিরপুরস্থ ৯ নম্বর সেকশনে ১৫টি ১৪তলা বিশিষ্ট আবাসিক ফ্ল্যাট নির্মাণ (স্বপ্ননগর-২)’ প্রকল্পের ভেরিয়েশন বাবদ ২৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার ১০৫ টাকার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকল্পের পূর্ত-১১ ভবন-১৬ ও ২৫ এর নির্মাণকাজ ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে এমএসসিএল এবং সিএইচএল-এর কাছ থেকে ৭৭ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৯৫৫ টাকায় ক্রয়ের চুক্তি হয়।

চুক্তি অনুসারে কাজ চলমান অবস্থায় টেন্ডারভুক্ত বা টেন্ডার বহির্ভূত কিছু আইটেম হ্রাস-বৃদ্ধি হওয়ায় ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২৩ কোটি ৩২ লাখ ৬৮ হাজার ১০৫ টাকা ব্যয় বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠকে স্পট মার্কেট থেকে এক কার্গো তরলিকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এটি চলতি পঞ্জিকা বছরের ২১তম এলএনজি কার্গো আমদানি। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পেট্রোবাংলার সাথে মাস্টার সেল অ্যান্ড পার্চেস অ্যাগ্রিমেন্ট (এমএসপিএ) স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় এই কার্গো আমদানি করা হচ্ছে। এলএনজি কার্গোটি সরবরাহ করবে মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম ১২ দশমিক ৯৬৯৭ ডলার (পূর্বমূল্য ১০ দশমিক ৩০ ডলার) হিসাবে এতে ব্যয় হবে ৬০১ কোটি ৬৪ লাখ ৫ হাজার টাকা।
জাহেদা পারভিন জানান, বৈঠকে রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতার, মরক্কো ও সৌদি আরব থেকে তিন ক্যাটাগরির সার আমদানির তিনটি পৃথক প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ২৮০ ডলার (পূর্বমূল্য ২৭৯.৬৭ ডলার) হিসাবে কাতারের মুনতাজাত থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার (অপশনাল) ইউরিয়া সার আমদানিতে ব্যয় হবে ৯৮ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) এ সার আমদানি করবে।

দ্বিতীয় প্রস্তাবে প্রতি মেট্রিক টন ৩৮০ দশমিক ৫০ ডলার (পূর্বমূল্য ৩৭৯.৫০ ডলার) হিসাবে মরক্কোর ওসিপি এসএ থেকে ৫ম লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানিতে ব্যয় হবে ১৩৪ কোটি ৫২ লাখ ৩৭ হাজার টাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এ সার আমদানি করবে।
বিএডিসির জন্য অপর আরেকটি প্রস্তাবে সৌদি আরব-এর মা’এডেন থেকে ষষ্ঠ লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৫১৯ ডলার হিসাবে এতে ব্যয় হবে ২৪৪ কোটি ৬৫ লাখ ৬৬ হাজার টাকা।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে আনুষঙ্গিকসহ পাবনায় ৫০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণে পূর্ত কাজের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। সর্বনি¤œ দরদাতা হিসেবে এ কাজটি পেয়েছে সাজিন কনস্ট্রাকশন লিমিটেড। এতে ব্যয় হবে ২৪৭ কোটি ৯৯ লাখ ৫৫ হাজার টাকা।
অতিরিক্ত সচিব জানান, বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র (জাতীয়) পদ্ধতিতে ছয় হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। বগুড়ার রায় অ্যাগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড থেকে এ ডাল কেনা হবে। প্রতি কেজি মসুর ডাল ১০০ টাকা ৭৯ পয়সা (পূর্বদর ১০১ টাকা ৩৩ পয়সা) হিসাবে এতে ব্যয় হবে ৬০ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা।

 

 


আরো সংবাদ



premium cement
র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের ডিএসইতে মূল্যসূচক বাড়ল ১৪.৪৮ পয়েন্ট সিরিয়ায় বাশার সরকারের পতনে ইরানি মুদ্রার মান রেকর্ড তলানিতে নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজেছাত্র আহত তারেক রহমান কবে ফিরবেন, জানালেন মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’

সকল