টেকনাফে ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু
- কক্সবাজার অফিস
- ০৫ জুন ২০২৪, ০১:১৭
কক্সবাজারের টেকনাফে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত হয়েছেন। নিহত শাহ আলম ওরফে শাহাব মিয়া (৬০) হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী গ্রামের মৃত ফকির আহমদের ছেলে।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত শনিবার ছেলে জয়নালের হাতে ছুরিকাহত হন শাহ আলম। ঘাতক জয়নাল পালিয়ে গেলেও তার মা নুর নাহারকে আটক করেছে জনতা।
এলাকাবাসী জানান, গত ১লা জুন বিকেলে স্বামী শাহ আলম ও স্ত্রী নুর নাহারের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার সূত্রপাত হলে স্থানীয় মরহুম কবির আহমদ মেম্বারের ছেলে নুরুল ইসলামের কাছে নালিশ করতে যায় নুরনাহার। কিছুক্ষণ পর স্বামী শাহ আলমও একই বিষয়ে নালিশ করতে যায়। ইতোমধ্যেই নুরনাহার হোয়াইক্যং এলাকায় বসবাসরত তার ছেলে জয়নালকে ফোন করে ডেকে নিয়ে আসে। তখন নুরুল ইসলাম স্বামী-স্ত্রীকে সাথে নিয়ে সমাজ সর্দার ফরিদসহ ভিকটিমের বাড়ির উদ্দেশে রওনা দেয়। কিন্তু ঘরের আঙ্গিনায় প্রবেশের সাথে সাথে বাবার পক্ষ এবং মায়ের পক্ষ দুই গ্রুপের মধ্যে থেমে থেমে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এ সময় সালিসকারীরা কোনো প্রকারে ঝগড়া থামিয়ে উত্তেজনার মধ্যে সমাধান না করে কয়েক দিন পর পরিস্থিতি শান্ত হলে সমাধানের আশ্বাস দিয়ে স্ত্রী নুরনাহারকে আপাতত এক ছেলের বাড়িতে থাকার আহ্বান জানালে পরিস্থিতি শান্ত হয়।
এর কিছুক্ষণ পর হঠাৎ ছেলে জয়নাল ছুরি এনে তার ছোট ভাইকে ছুরিকাঘাত করার জন্য ধাওয়া করে। তখন বাবা শাহ আলম বাধা দিলে ছেলে জয়নাল তার বাবাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয় গ্রাাম পুলিশ নুর আহমদ কালু জানান, বিষয়টি থানা পুলিশ অবহিত হওয়ার পর এসআই জালাল আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যদের সাথে কথা বলে তথ্য উপাত্ত যাচাইয়ের পর ফিরে যায়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ওসমান গণি জানান, আমরা বিষয়টি জেনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানান ওসি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা