১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজীপুরের ২৬৬ হাসপাতাল ভবনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রশ্নে রুল

-

গাজীপুরের যে ২৬৬টি বে-সরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ভবনের অকুপেন্সি সার্টিফিকেট নেই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে বিল্ডিং কনস্ট্রাকশন কোড অনুযায়ী কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চান আদালত।
অকুপেন্সি সার্টিফিকেট হীন ২৬৬ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের ভবনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে দায়ের করা আবেদনটি নিষ্পত্তি করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) ও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এসএম মাসুদ হোসাইন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন মো: কাওসার হোসাইন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, গাজিপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি), পরিবেশ অধিদফতরের মহাপরিচালক (ডিজি), গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও গাজীপুরের সিভিল সার্জনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ২৬ মে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করা হয়। ওই রিটের বিষয়ে শুনানি নিয়ে দি বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, ১৯৫২ সালের বিধান মোতাবেক কেন ব্যবস্থা নেয়া হবে না সেই মর্মে প্রতিপক্ষের প্রতি রুলনিশি জারি করেছেন। পাশাপাশি পিটিশনারের দায়েরকৃত দরখাস্ত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন আদালত।

 

 


আরো সংবাদ



premium cement