১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্টসহ বিভিন্ন ঘটনায় ১২ জনের মৃত্যু

-


দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হওয়াসহ বিভিন্ন ঘটনায় ১২ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
কক্সবাজার অফিস জানায়, কক্সবাজারের পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বারবাকিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কাদিমাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুকন্যা মুন্নি (৪) এলাকার জহির আহমদের মেয়ে অপর শিশুকন্যা তার নাতনি মনিরা (৩)।
জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে ওই দুই শিশু পাশের বাড়ির মো: ছবির উঠানে খেলতে গেলে কোনো এক সময় পাশের পুকুরে পড়ে যায়। পরে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য স্বাস্থ্য বিভাগের লোকজন আসলে ক্যাপসুল খাওয়াতে দুই শিশুকে খুঁজতে গেলে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে তাদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর শহরের গড়পুকুরে গোসল করতে নেমে তৌফিক হোসেন (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে মেহেরপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীর ছাত্র ও শহরের নতুনপাড়ার তোজাম্মেল হোসেনের ছেলে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
তৌফিকের বন্ধু রিফাত আলী জানান, সে, তৌফিক, মিতুল, অয়ন ও তানিম স্কুলে যাওয়ার জন্য সকালবেলা বাড়ি থেকে বের হয়। তারা স্কুলে না গিয়ে শহরের মেহেরপুর সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখা শুরু করে। ১০টার পর সেখান থেকে তারা আসে শহরের গড়পুকুরে। পুকুরের সিঁড়ির উপরে অল্প পানিতে গোসল করতে নামে পাঁচ বন্ধু। গোসলের এক পর্যায়ে পা ফসকে গভীর পানিতে তলিয়ে যেতে থাকে তৌফিক ও রিফাত। রিফাতকে অন্য বন্ধুরা উদ্ধার করতে পারলেও তৌফিককে কোনোভাবেই উপরে তুলতে পারেনি। তাদের চিৎকারে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেয়া হয় ফায়ার সার্ভিস কর্মীদের। টানা এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস কর্মীরা তৌফিককে উদ্ধার করতে সক্ষম হয়। পরে তাকে নেয়া হয় মেহেরপুর জেনারেল হাসপাতালে। হাসপাতালের এমারজেন্সি মেডিক্যাল অফিসার ডা: সৌউদ কবীর তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা (যশোর) সংবাদদাতা জানান, যশোরের চৌগাছায় নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধান সেদ্ধ করার জন্য (ভেজানো) পরিত্যক্ত পানিতে ডুবে জান্নাতুল কোবরা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার উপজেলার ফুলসারা ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামে শিশুটির নানাবাড়ির উঠানে এ ঘটনা ঘটে। জান্নাতুল কোবরা উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের আলাউদ্দিনের মেয়ে।
শিশুটির মা ফাতেমা খাতুন জানান, মেয়েকে নিয়ে আমি বাপের বাড়ী বেড়াতে এসেছিলাম। সকালে সে বাড়ির উঠানে খেলছিল। এ সময় সে আমাদের অগোচরে ধান সেদ্ধ করার জন্য (ভেজানো) পরিত্যক্ত পানির গর্তে পড়ে যায়।

শিশুটির নানা সিরাজুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, তাদের বাড়ির উঠানের এক কোণে ধান সেদ্ধ করার জন্য পানি রাখার হাউজ রয়েছে। সেখানে ধান সেদ্ধ শেষে পরিত্যক্ত পানি জমেছিল। রোববার সকালে খেলা করতে করতে কোনো এক সময় জান্নাতুল কোবরা ওই পানিতে পড়ে যায়। তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালের জরুরি বিভাগে আনলে চিকিৎসক জান্নাতুলকে মৃত ঘোষণা করেন।
সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় খালের পানিতে ডুবে আব্দুল্লাহ শেখ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার উপজেলার জামালপুর ইউনিয়নের তরফ বাজিত গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু আব্দুল্লাহ শেখ ওই ইউনিয়নের শ্রীকলা (পশ্চিমপাড়া) গ্রামের মোকছেদুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, সাদুল্লাপুরের তরফ বাজিত ব্র্যাক অফিসসংলগ্ন শেখ দই ঘর নামক প্রতিষ্ঠানে মোকছেদুল চাকরি করেন। এরই সুবাদে এখানে মাহে আলমের ভাড়া বাসায় বসবাস করতেন। রোববার সকালে সবার আজান্তে পাশের একটি ইটভাটার খালে ডুবে শিশু আব্দুল্লাহ মারা যায়।
পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পৃষ্টে মানিক মিয়া (৩৫) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার হোগলা ইউনিয়নের গোপীনাথ খিলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মানিক মিয়া নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা গ্রামের হাজী আবুল কাসেমের ছেলে।

জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত পল্লী বিদ্যুতের লাইন ত্রুটিমুক্ত করার জন্য পল্লী বিদ্যুতের লাইনম্যান মানিক মিয়া পোলে ওঠেন। কিন্তু হঠাৎ করেই বিদ্যুৎ চলে আসলে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে ঢাকায় রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চকরিয়া উপজেলার বানিয়ারছড়ায় ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বৈদ্যুতিক শক খেয়ে মোহাম্মদ ফাহিম (২৭) নামে এক বিদ্যুৎ টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই দিন রাতে তার এক সহযোগীর সাথে চকরিয়া উপজেলার পার্শ্ববর্তী লামার উপজেলার ফাইতংয়ে কাজ করতে যান তিনি। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফাহিম চকরিয়ার কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দ্বীপকূল গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানাযায়। কৈয়ার বিল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মক্কী ইকবাল হোসেন বলেন, ফাহিম মূলত কাঁচামালের ব্যবসা করত এবং তার পাশাপাশি বিদ্যুতের ওয়ারিংয়ের কাজও করে। স্থানীয় এক ইলেকট্রিক মিস্ত্রির সাথে ফাহিম পাশ্ববর্তী ফাইতং এলাকায় একটি প্রতিষ্ঠানে বিদ্যুতের ওয়ারিংয়ের কাজ করতে যান শনিবার সন্ধ্যায়। সেখানে অসতর্কাবশত বিদ্যুতায়িত হয়ে সে মারা যায়।
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার ঈশ্বরদীতে স্বামীর ছুরিকাঘাতে গার্মেন্ট শ্রমিক স্ত্রী রিনা বেগম (ঝর্না) (২৯) নিহত হয়েছেন। রবিবার (২ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার ইপিজেড গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক স্বামী মিলনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, নিহত ঈশ্বরদী ইপিজেড কর্মী রিনা বেগম ওরফে ঝর্না (২৯) রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে ও চাঁপাইনবাবগঞ্জের মিলনের স্ত্রী ।

মৃত রিনা বেগম ঈশ্বরদী ইপিজেডের রেনেসাঁসা বারিন্দ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ছুরিকাঘাতের পর নিহতের স্বামী মিলনকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ায় অজ্ঞাত এক নারী (৫৫) কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের চৌধুরির হাট বাজারে এ ঘটনা ঘটে। জানা যায়, নারী দীর্ঘদিন যাবৎ এলাকায় পাগলের বেশে ঘুরে বেড়াতেন। ঘটনার দিন সকালে বাজারের চান্দিনার মধ্যে নিজের তৈরি ঝুপড়ির পাশে ঐ নারীর গলা কাটা লাশ পড়ে থকেতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। সিআইডি এবং পিবিআই গোপালগঞ্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ ফিরোজ আলম বলেন, লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে, তদন্ত সাপেে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর ডোমারে রাব্বি হোসেন (১৮) নামে এক মাদকসেবী কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে ডোমার পৌর সভার ১নং ওয়ার্ডের মাদরাসা পাড়া এলাকার নেয়াজ আলীর ছেলে। রোববার সকাল সাড়ে নয়টায় মাদক সেবনের টাকা না পেয়ে নিজ বাড়ীর আম গাছে উঠে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ওই কিশোর। ডোমার থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
বাবুগঞ্জ (বরিশাল) সবাদদাতা জানান, বরিশালের বাবুগঞ্জে গাছ থেকে পড়ে মোঃ সিয়াম (১৮) নামে এক দিনমজুর মারা গেছে। রোববার সকালে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরআলগি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত্যু মোঃ সিয়াম ওই গ্রামের মোঃ আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল আহসান হিমু খান ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকাল ১১ টার দিকে সিয়াম শুকনা ডাল সংগ্রহ করতে গাছে ওঠেন। এ সময় গাছ থেকে পড়ে যান তিনি। তাৎক্ষণিক স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আশুকাঠী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সিয়ামকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গায় এক ব্যক্তিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার যুগিরহুদা গ্রামের মাঠ থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি আব্দুর রাজ্জাক ওরফে রাজাই (৪৮) একই উপজেলার সুবদিয়ায় গ্রামের মৃত বেছের আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মাঠে কাজ করতে গিয়ে যুগিরহুদা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পিছনের মাঠে গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় কৃষকরা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারে সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রাজ্জাক ওরফে রাজাই ছিলেন গ্রাম্য কবিরাজ। পাশাপাশি তিনি কৃষি কাজ করতেন। তার দুই ছেলে মালোয়েশিয়া প্রবাসী। শুক্রবার বিকেল বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।

 


আরো সংবাদ



premium cement