৩ জেলায় শিশুসহ নিহত ৩
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৩ জুন ২০২৪, ০০:০০
মৌলভীবাজারের কুলাউড়া, ঢাকার আশুলিয়া এবং রংপুর শহরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১১ জন।
কুলাউড়া সংবাদদাতা জানান, মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজারে গাছের সাথে ধাক্কা লেগে আব্দুল মতিন (৩২) নামে এক তরুণ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যা ৭টার দিকে ঝড়ের সময় এ ঘটনা দু’টি ঘটেছে। অপর দিকে কুলাউড়া-আছুরীঘাট সড়কে ফ্রেশ কোম্পানির একটি ট্রাকের চাপায় সিএনজি অটোরিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। নিহত চালকের পরিচয় জানা যায়নি। আহতদের সিলেটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) কৈশন্য সড়ক দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় দাঁড়িয়ে থাকা বিকল একটি বাসের সাথে কাভার্ডভ্যান-ট্রাক ও পিকআপভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগরমুখী লেনে পল্লীবিদ্যুৎ এলাকায় একটি যাত্রীবাহী বাস হঠাৎ বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে যায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে একটি কাভার্ডভ্যান সেটাকে ধাক্কা দেয়। পরে পেছনে থাকা দ্রুতগতির ডাম্প ট্রাক ও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সাথে ধাক্কা খায়। এতে কাভার্ডভ্যানে থাকা একজন গুরুতরসহ অন্তত পাঁচজন আহত হন।
রংপুর অফিস জানায়, রংপুর মহানগরীর হাজিরহাট এলাকায় ডাম্প ট্রাকের চাপায় সাড়ে চার বছরের এক শিশু মারা গেছে। এ ঘটনায় গুরুতর আহত মাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। রংপুর মহানগর পুলিশের উপকমিশনার আবু মারুফ হোসেন জানান, রোববার সকাল পৌনে ১০টার দিকে ওই এলাকায় মহাসড়ক পারাপার হচ্ছিলেন মা ও মেয়ে। এ সময় একটি ডাম্প ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলের মেয়ে সেফা আক্তারের মৃত্যু হয়। শিশু সেফা উত্তম হাজিরহাট ডাক্তার এলাকার নুর ইসলামের মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা বিলকিস বেগম। তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা