১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

‘২৮ সাল পর্যন্ত ১৪৮টি গ্যাস কূপ খননের পরিকল্পনা রয়েছে : পেট্রোবাংলার চেয়ারম্যান

-

আগামী ২০২৮ সাল পর্যন্ত দেশে ১৪৮টি গ্যাস কূপ খননের পরিকল্পনা চূড়ান্ত করেছে পেট্রোবাংলা। এর মধ্যে ৪৮টি কূপের খনন কাজ আগামী বছরের ডিসেম্বরে শেষ হবে। বাকি ১০০টি ২০২৮ সালের মধ্যে খনন করা হবে। গতকাল শনিবার পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার গাজীপুর শহরের জয়দেবপুর কনভেনশন সেন্টারে পেট্রোবাংলার শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ অনুযায়ী অংশীজনের অংশগ্রহণে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পেট্রোবাংলা চেয়ারম্যান বলেন, ২০৪১ সাল পর্যন্ত সরকারি প্রেক্ষিত পরিকল্পনার সাথে সামঞ্জস্য করে ডিমান্ড ও সাপ্লাই তৈরি করেছি। অর্থাৎ ২০৪১ সাল পর্যন্ত গ্যাসের ডিমান্ড কত থাকবে এবং সাপ্লাই সক্ষমতা কত থাকবে তা নির্ধারণ করা হয়েছে। এই ডিমান্ডের উপর নির্ভর করে সাপ্লাই সাইড কিভাবে বাড়াতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। তিনি বলেন, সাপ্লাই সাইট দুইটা বিষয়ের উপর নির্ভর করছে। প্রথমত, দেশীয় উৎস থেকে গ্যাস নিয়ে আসা, অবশিষ্ট এলএনজি নিয়ে আসা। দেশীয় উৎস থেকে গ্যাস আনার জন্য এখন আমরা ৪৮টা কূপ খনন করছি। ২০২৫ এর ডিসেম্বর পর্যন্ত এসব কূপ খননের পর ২০২৬ থেকে ২০২৮ পর্যন্ত আরো ১০০টা কূপ খনন করার পরিকল্পনাও চূড়ান্ত করা হয়েছে।

তিনি আরো বলেন, ২০২৮ থেকে ২০৪১ সালের পরিকল্পনা কিছুদিনের মধ্যেই চূড়ান্ত হবে। দেশীয় উৎস থেকে শিল্পকারখানায় গ্যাস দেয়ার জন্য পেট্রোবাংলা কাজ করছে। তিনি জানান, এলএনজি আমদানির জন্য আমাদের দুইটা টার্মিনাল ছিল। আরো দুইটা টার্মিনাল চূড়ান্ত পর্যায়ে আছে। এলএনজি আমদানির জন্য আরো চারটা চুক্তি স্বাক্ষর করা হয়েছে। ২০২৬ সালের পর থেকে যখন আমাদের টার্মিনাল যুক্ত হবে, তখন অধিক এলএনজি আমদানি করে শিল্পকারখানার চাহিদা পূরণ করতে পারব। আগামী ২০৩৫ সাল পর্যন্ত এলএনজি আমদানির যে অবকাঠামো সেটার ব্যাপারে এক বছরের মধ্যে সব চুক্তি সম্পাদন হবে।
পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, সরকারের অনুমোদন নিয়ে সমুদ্রের গ্যাসের জন্য আমরা টেন্ডার আহ্বান করেছি। আশা করি সেপ্টেম্বর বা এই বছরের শেষের দিকে কিংবা আগামী বছরের প্রথম দিকে সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য কোনো আন্তর্জাতিক তেল কোম্পানিকে দায়িত্ব দিতে পারব।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শিল্পকারখানার মালিক-প্রতিনিধিদের গ্যাস সঙ্কট ও সংশ্লিষ্ট বিষয়ে উত্থাপিত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) ও নৈতিকতা কমিটির সভাপতি এ কে এম মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) প্রকৌশলী মো: কামরুজ্জামান খান, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: হারুনুর রশিদ মোল্লাহ।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল