আজ শাহ্ আবদুল হান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী
- ০২ জুন ২০২৪, ০১:৩০
সাবেক সচিব, বাংলাদেশে ইসলামী অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থার অন্যতম রূপকার, দিগন্ত মিডিয়া করপোরেশন লি.-এর সাবেক চেয়ারম্যান শাহ্ আবদুল হান্নানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। বাংলাদেশকে একটি আধুনিক গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান এবং আগামী প্রজন্মের রোল মডেল মনীষী শাহ্ আবদুল হান্নান (১৯৩৯-২০২১) যে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন তা বাংলাদেশ ও মুসলিম উম্মাহর প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে ইসলামী চিন্তা ও দর্শনচর্চা আন্দোলন এবং এর প্রাতিষ্ঠানিক কাঠামোকে আন্তর্জাতিক জ্ঞান কাঠামোর সাথে সংযুক্তিকরণের এক পথিকৃৎ ছিলেন তিনি। তিনি বাংলাদেশের একজন প্রভাব বিস্তারকারী চিন্তাবিদ, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, লেখক, সংগঠক ও দাঈ ছিলেন। তিনি ছিলেন নারীর মুক্তি ও স্বাধীনতা এবং মানবাধিকারের একজন প্রবক্তা। চিন্তাগতভাবে তিনি ছিলেন মধ্যপন্থী। তার রচিত গ্রন্থের সংখ্যা পঁচিশটি।
তার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাইওনিয়ার, শাহ্ আবদুল হান্নান জ্ঞানচর্চা কেন্দ্র, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট (বিআইআইটি)সহ বিভিন্ন বুদ্ধিবৃত্তিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে মরহুমের শাহজাহানপুর কবরস্থানে দোয়া অনুষ্ঠিত হবে। বিভিন্ন সংগঠন তার জীবন ও কর্মের ওপর ওয়েবিনারের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা