আফগানিস্তানে নদীতে নৌকাডুবে ২০ জনের মৃত্যু
- নয়া দিগন্ত ডেস্ক
- ০২ জুন ২০২৪, ০১:২৮
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে নদী পার হওয়ার সময় একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। নানগারহার প্রদেশের তথ্য বিভাগের প্রধান কুরাইশি বদলুন এক এক্সবার্তায় বলেছেন, শনিবার (১ জুন) সকাল ৭টার দিকে প্রদেশের মোমান্দ দারা জেলার বাসাউল এলাকায় নদী পাড়ি দেয়ার সময় যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। নৌকায় ২৫ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে সাঁতরে পাঁচজন তীরে উঠতে পেরেছেন। এই পাঁচজনকেই জীবিত উদ্ধার করা হয়েছে। আলজাজিরা।
এক বিবৃতিতে নানগারহার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন পুরুষ, একজন নারী, দুজন ছেলে ও একটি মেয়ে রয়েছে। অন্যদের খুঁজে বের করার প্রচেষ্টা এখনো চলছে। ঘটনাস্থলে একটি মেডিক্যাল দল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
ঠিক কী কারণে এই নৌকাডুবি হয়েছে, তা এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। আফগান গণমাধ্যম বলছে, ওই এলাকায় সেতু নেই। তাই বাসিন্দারা প্রায়ই স্থানীয়ভাবে তৈরি নৌকা ব্যবহার করে এক গ্রাম থেকে অন্য গ্রাম এবং স্থানীয় বাজারে যাতায়াত করেন। এ ছাড়া সম্প্রতি আফগানিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক বন্যার কারণে শত শত মানুষের মৃত্যু হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা