১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
প্রতি কেজি আলু ৬০, আদা ২৬০

চট্টগ্রামে বেড়েছে সবজিসহ নিত্যপণ্যের দাম

-

বন্দর নগরী চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে আবারো বেড়েছে সবজিসহ নিত্যপণ্যের দাম। এবারের অজুহাত ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত। অথচ চট্টগ্রামে তেমন কোনো উল্লেখযোগ্য ক্ষতিই হয়নি। মূলত আসছে কোরবানি সামনে রেখে সঙ্ঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয়। ফলে আদা, রসুন, পেঁয়াজ ও মসলার দাম যেমনি বাড়ছে, পাশাপাশি বাড়ছে আলু, কাঁমরিচ, ডিমসহ নানা সবজির দাম। সাগরে মাছ ধরা বন্ধ থাকায় ফ্রিজিং করা সাগরের মাছের দামও যেন আকাশ ছোঁয়া। ডিমের হালি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, হঠাৎ করেই আলুর কেজি ৬০ টাকা ছুঁয়েছে। অথচ এত দিন বাড়তি দামেই পণ্যটি বিক্রি হচ্ছিল কেজি ৫০ টাকা দরে। গতকাল কাঁচামরিচ বিক্রি হচ্ছিল পুরো এক কেজি নিলে ২৪০ টাকা, ২৫০ গ্রাম নিলে ৭০ টাকা হিসেবে কেজি ২৮০ এবং ১০০ গ্রাম নিলে ৩০ টাকা হিসেবে কেজি ৩০০ টাকা।
এ ছাড়া প্রতি কেজি কাকরোল ৮০-১০০ টাকা, টমেটো ৬০ থেকে ৮০, মুলা ৪০, লাউ ৪০, চাল কুমড়া-৫০ টাকা, বেগুন ৬০-৭০, তিত করলা ৫০-৬০, পেঁপে ৫০, মিষ্টি কুমড়া ৪০, ঢেঁড়স ৫০ এবং পটোল ৪০-৫৫, চিচিঙ্গা- ৬০ টাকা, ঝিঙ্গে-৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে।
এ দিকে বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি। গতকাল প্রতি কেজি দেশী মুরগি ৬০০ টাকা দরে, ব্রয়লার মুরগি ২১০ টাকা, সোনালি মুরগি ৩৫০ টাকা দরে বিক্রি হয়েছে। গরুর গোশত হাড়সহ ৭৫০ টাকা এবং হাড়ছাড়া ৯০ টাকা, ছাগলের গোশত সাড়ে এক হাজার ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। মাছের মধ্যে প্রতি কেজি পাবদা ৪৫০-৫০০ টাকা, আকার ভেদে রুই মাছ ২৮০ থেকে ৪০০, কাতলা ৩২০ থেকে ৪৫০, মৃগেল ২৫০-৩০০, পাঙ্গাশ ১৮০-২০০, তেলাপিয়া ২০০-২৫০, বাগদা চিংড়ি ৮০০-১০০০, রূপচাঁদা ৭০০ থেকে ৯০০, লাল পোয়া ৫৫০, মাইট্টা ৬৫০, লাল কোরাল ৭০০ টাকা, পোয়া মাছ ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল।
আসন্ন কোরবানির ঈদকে ঘিরে সঙ্ঘবদ্ধ বাজার সিন্ডিকেট ধারাবাহিকভাবে দাম বাড়াচ্ছে মসলা জাতীয় সব পণ্যের দাম। গতকাল চট্টগ্রামের বাজারে দেশী পেঁয়াজ ৭৫-৮০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৭৫ টাকা, রসুন ২০০-২১০ টাকায় ্এবং আদা বিক্রি হচ্ছিল ২৬০ টাকা কেজি দরে। অথচ কয়েকদিন আগেও দাম বাড়িয়ে আদা বিক্রি হচ্ছিল ২৩০ টাকা প্রতি কেজি। সপ্তাহের ব্যবধানে এলাচ, গোলমরিচ ও লবঙ্গসহ নানা মসলা পণ্যের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। প্রতি কেজি এলাচ বিক্রি হচ্ছে তিন হাজার ৯০০ টাকায়। এ ছাড়া দারুচিনি ৬০০, গোলমরিচ এক হাজার, লবঙ্গ দুই হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

 

 


আরো সংবাদ



premium cement
ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা ভারতসহ সাত ‘অসহযোগী’ দেশের তালিকা ঘোষণা যুক্তরাষ্ট্রের সিরীয়রা স্বাধীনতা উদযাপনের সময় দামেস্কে ইসরাইলের হামলা আগামীতে সবাইকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে

সকল