অনলাইন সম্পাদকের তিন বছর কারাদণ্ড
- বরিশাল ব্যুরো
- ০১ জুন ২০২৪, ০১:০২
ফেসবুকে আপত্তিকর ছবি ও লেখা পোস্ট করার দায়ে অননুমোদিত অনলাইনের সম্পাদক বশির আহমেদকে (৩০) তিন বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এ সময় একই মামলায় আবিদা সুলতানা নামে এক নারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বরিশালের সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুখ গত বৃহস্পতিবার বিকেলে এ দণ্ড দেন। বেঞ্চ সহকারী বলেন, দুইজনকে করা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিত বশির রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত থাকায় সাজা পরোয়ানা জারি করা হয়েছে। অন্য দিকে আবিদা তার জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বরগুনা জেলার পাথরঘাটা নিউজের সম্পাদক বশির আহমেদ। সে পাথরঘাটার বাসিন্দা জব্বার আকনের ছেলে। অপর অর্থদণ্ডপ্রাপ্ত আবিদা পাথরঘাটা উপজেলার ২ নম্বর ওয়ার্ডের আমিনুল রহমানের স্ত্রী।
আদালতের বেঞ্চ সহকারী নাজমুল জানান, মামলার এ দুই আসামির সাথে জমি নিয়ে পাথরঘাটার হাসপাতাল রোডের প্রবাসী শাহীন আলমের সাথে বিরোধ রয়েছে। বিরোধের জেরে অনলাইন নিউজ পোর্টাল ‘পাথরঘাটা নিউজে’ ২০২১ সালের ১৯ জুলাই ‘প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এরপর আপত্তিকর শিরোনাম দিয়ে ২৭ জুলাই আরো একটি সংবাদ প্রকাশ করা হয়। প্রকাশিত সংবাদে দণ্ডিত আবিদা সুলতানার একটি আপত্তিকর ভিডিও বার্তা জুড়ে দেয়া হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। এরপর মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ২০২১ সালের ২০ অক্টোবর তিনজনকে আসামি করে আদালতে নালিশি মামলা করেন প্রবাসী শাহীন। আদালত দুইজনের বিরুদ্ধে নালিশি মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। বরিশাল পিবিআইয়ের এসআই প্রফুল্ল কুমার সিং ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। আদালতের বিচারক ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা