১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

সাভার ও দিনাজপুরে ৩ মোটরসাইকেল আরোহী নিহত

-

ঢাকার সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী ও দিনাজপুরের চিরিরবন্দরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় আর এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চার বছরের এক শিশু আহত হয়েছে।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার নিউ মার্কেটের সামনে গত বৃহস্পতিবার রাতে দ্রুতগতির ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ফরিদপুরের কোতোয়ালী থানার নুরুল ইসলামের ছেলে নাইম ইসলাম (২২), রাজবাড়ী সদরের আবদুল মজিদের ছেলে জুবায়ের খান (২০)।
হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে নাইমুল ইসলাম ও জুবায়ের ঢাকামুখী মাঝখানের লেন দিয়ে মোটরসাইকেল চালিয়ে তাদের গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নাইমুল ইসলামের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জুবায়েরকে স্থানীয় এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তারও মৃত্যু হয়। নিহতরা সাভার ব্যাংক কলোনী এলাকায় থেকে কাপড়ের ব্যবসা করতেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সাভার হাইওয়ে থানার এসআই আব্দুল খালেক জানান, লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিরিরবন্দর (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত ও অপর আরোহী ওমায়েদ ইসলাম ওরফে ওমায়েদ (৪) গুরুতর আহত হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিরিরবন্দর উপজেলার পুনট্টি ইউনিয়নের উচিৎপুর নামক স্থানে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম উপজেলার পুনট্টি ইউনিয়নের চকমুশা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে এবং আহত ওমায়েদ ইসলাম ওরফে ওমায়েদ (৪) নিহত শরিফুল ইসলামের ছেলে। এলাকাবাসী চালকসহ ট্রাকটি আটক করেছে। ট্রাকচালক শাকিল ঠাকুরগাঁও সদরের হরিহরপুর গ্রামের ইব্রাহিমের ছেলে।
চিরিরবন্দর থানার ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
ভারতে উপাসনাস্থল নিয়ে আপাতত নতুন মামলা করা যাবে না সিরিয়ার অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিলো পশ্চিমতীরের ইসলামী আন্দোলন প্রধান বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চায় না : ড. মঈন খান রাজশাহীতে আরো ২ মামলায় গ্রেফতার সাবেক এমপি আসাদ স্কুলে ভর্তির লটারির ফল জানা যাবে যেভাবে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের রুখে দিতে হবে : জাহিদ হোসেন পতিত স্বৈরশাসকের জন্য ভারত মায়াকান্না করছে ‘অপশক্তিকে রুখে দিয়ে দেশকে বাঁচাতে হবে’ বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলো সংস্কারে জাতিসঙ্ঘ মহাসচিবের আহ্বান ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক

সকল