কাল ২.২২ কোটি শিশুকে ভিটামিন খাওয়ানো হবে
- নিজস্ব প্রতিবেদক
- ৩১ মে ২০২৪, ০০:০৫
আগামীকাল শনিবার ৬ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ২২ লাখ শিশুকে বিনামূল্যে ভিটামিন এ খাওয়ানো হবে। ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এবং ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবক এক লাখ ২০ হাজার কেন্দ্রে ভিটামিন খাওয়ানো হবে। তবে ঘূৃর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এক হাজার ২২৪টি কেন্দ্র আপাতত বন্ধ রয়েছে এসব কেন্দ্রে পানি উঠায়। বন্যা উপদ্রুত সিলেটের কিছু স্থানেও কাল ভিটামিন খাওয়ানো যাবে না। পরে সুবিধামতো সময়ে এসব কেন্দ্রের আওতাভুক্ত শিশুদের ভিটামিন খাওয়ানো হবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মহাখালীস্থ স্বাস্থ্য অধিদফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: আবুল বাশার মুহাম্মদ খুরশীদ আলম সংবাদ সম্মেলনে বলেন, ভিটামিন এ খাওয়ানোর জন্য শিশুকে ভরা পেটে নিয়ে আসতে হবে। খালি পেটে এটা খাওয়ানো যাবে না। অথবা কান্নারত অবস্থায় কিংবা জোর করে কোনো শিশুকে ভিটামিন খাওয়ানো যাবে না। কাঁচি দিয়ে ক্যাপস্যুলের উপরের অংশ কেটে এর ভেতরের সবটুকু তরল চিপে শিশুর মুখে দিয়ে দিতে হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ভিটামিন এ শিশুর অন্ধত্ব রোধ করে, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে, শিশুর সব ধরনের মৃত্যু হার ২৪ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।