১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পাচার হওয়া অর্থ উদ্ধারে বাজেটে কর সুবিধা দেয়া হবে : অর্থ প্রতিমন্ত্রী

-

টাকা পাচারকারিদের জন্য সুসংবাদ! পাচার হওয়া অর্থ উদ্ধারে আসন্ন বাজেটে কর সুবিধা দেয়া হবে- বলে জানিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।
তিনি বলেন, কেউ যদি নির্দিষ্ট পরিমাণ টাকা ট্যাক্স দেন, তাহলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে পারবেন। তবে কী ধরনের কর সুবিধা দেয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি অর্থপ্রতিমন্ত্রী।
গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা জানান।
এবার করের পরিমাণ বাড়ছে কি না- জানতে চাইলে অর্থ প্রতিমন্ত্রী বলেন, এটা তো জাতীয় রাজস্ব বোর্ডের কাছ থেকে জানতে হবে। রাজস্ব আহরণের বিষয়টি তাদের এখতিয়ার। তবে এটিতে গতবারের মতো এবারো কিছুটা ছাড়ের ব্যবস্থা থাকতে পারে। তবে রেটটা আমি এখন বলতে পারছি না।
বাংলাদেশ কি ঋণনির্ভর উন্নয়নের দিকে যাচ্ছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ঋণনির্ভর উন্নয়নের দিকে যাচ্ছি না। বিভিন্ন দেশের তুলনায় আমাদের ঋণ-জিডিপি অনুপাত অনেক কম। আমাদের ঋণ নেয়ার সক্ষমতা অনেক আছে। আমাদের পেমেন্ট রেকর্ডও ভালো। বাংলাদেশ কখনো কোনো পেমেন্টে ডিফল্ট করেনি। আমি আশা করব, ঋণনির্ভর উন্নয়ন কথাটি বলা ঠিক না।
আসন্ন বাজেট প্রসঙ্গে তিনি আরো বলেন, এবারের বাজেটে মূল্যস্ফীতির বিষয়টি যেমন গুরুত্ব পাচ্ছে, তেমনই সামাজিক সুরক্ষা কার্যক্রমের সম্প্রসারণ হচ্ছে। মানুষকে মূল্যস্ফীতি সংক্রান্ত অভিঘাত থেকে বের করে নিয়ে আসতে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সামাজিক সুরক্ষা কার্যক্রম বাড়ানো হচ্ছে। মূল্যস্ফীতির চাপ মোকাবিলায় নিম্ন ও স্বল্পআয়ের মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ অব্যাহত থাকবে।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে খাদ্যসহায়তা চলমান আছে। এগুলো যেন ঠিকভাবে করা হয়, সে ব্যবস্থাও নেয়া হয়েছে। বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রেখে সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখতে মুদ্রানীতি সফলভাবে বাস্তবায়নে সাপোর্টিভ ফিসক্যাল স্ট্যান্ড গ্রহণ করা হয়েছে। বিশ্ববাজারে জ্বালানিসহ খাদ্যপণ্য ও সারের মূল্য কমে আসার একটা বিষয় আছে। খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে উদ্যোগ নেয়া হয়েছে।
করোনা মহামারী-পরবর্তী রুশ-ইউক্রেন যুদ্ধের সময় থেকে মূল্যস্ফীতির শুরু- এমন দাবি করে তিনি বলেন, তখন জ্বালানি তেলের দাম বেড়েছে। এরপর থেকে বিশ্বজুড়ে মূল্যস্ফীতি চলছে। অনেক দেশে ৬০ শতাংশের বেশি মূল্যস্ফীতি আছে।
অর্থ প্রতিমন্ত্রী বলেন, অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের অভিঘাত কী হতে পারে, এবারের বাজেট উপস্থাপনের সময় এ সংক্রান্ত একটি বিশ্লেষণ থাকবে। আমাদের অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য অভিঘাত কী হতে পারে, তা আগের বাজেটগুলোতে ছিল না। এবার বাজেট উপস্থাপনের সময় সে সংক্রান্ত একটি বিশ্লেষণ দেয়া হবে। প্রতি বছর যেভাবে জেন্ডার বাজেটের একটি প্রতিবেদন দেয়া হয়, ৪৪টি মন্ত্রণালয় এ প্রতিবেদন তৈরি করে থাকে।


আরো সংবাদ



premium cement