১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খুলনা ও নরসিংদীতে গুলিতে দুইজন, অন্যান্য স্থানে ১২ জনের অস্বাভাবিক মৃত্যু

-


মাদকের টাকা ভাগাভাগি নিয়ে খুলনায় যুবককে গুলি করে এবং নরসিংদীতে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ দিকে চুয়াডাঙ্গায় মাঠ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। অপর দিকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ এবং তার সাথে দুই বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নাটোর, ময়মনসিংহ ও যশোরে পানিতে ডুবে তিন শিশু, কক্সবাজারে বন্যহাতির আক্রমণে এক দিনমজুর, বিদ্যুৎস্পৃষ্টে বান্দরবানে যুবক, মৌলভীবাজারে তরুণ এবং চাঁদপুরে নারীর মৃত্যু হয়েছে। আর রংপুরে চিরকুট লিখে এক মাদরাসাছাত্রী ও যশোরে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। সেই সাথে সাতক্ষীরায় নিজ ঘরে এক নারীর অর্ধগলিত লাশ পাওয়া গেছে।
খুলনা ব্যুরো জানান, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জেরে খুন হয় খুলনার যুবক রনি সরদার (২৪) নামে এক যুবক খুন হয়েছেন। পুলিশ এ ঘটনায় তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দক্ষিণ টুটপাড়া জনকল্যাণ স্কুলের কাছে রূপসা গরুহাট কবরস্থানের পাশে তাকে গুলি করে হত্যা করা হয়। গতকাল বুধবার দুপুরে খুলনা সদর থানায় এক প্রেসবিফ্রিংয়ে কেএমপির অতিরিক্ত কমিশনার তাজুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে রনি সরদার আহত ও পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় রনির মা মমতাজ বেগম বাদি হয়ে গতকাল খুলনা সদর থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো পাঁচ-ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে পুলিশ খুনের পর তিন ঘণ্টার মধ্যে অস্ত্র, মাদক ও গুলিসহ নগরীর দক্ষিণ টুটপাড়ার মো: বাবুল শেখের ছেলে নয়ন শেখ (৩০), শিপইয়ার্ড এলাকার ফরহাদ মৃধার ছেলে মিরাজ মৃধা (২৫) ও সিমেন্ট ফ্যাক্টরি রোডের মো: খোকন হাওলাদারের ছেলে জসিম হাওলাদারকে (২১) গ্রেফতার করে। তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান (ফায়ারিং পিনসহ), দুই রাউন্ড গুলি, দুইটি ছুরি ও প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়েছে। রনি ও গ্রেফতার সবাই মাদক কারবারি। তারা মাদক কারবার ও টাকার ভাগাভাগি নিয়ে রনিকে ডেকে আনে। পরে তাকে মারধর ও কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। এ ঘটনায় আরো কয়েকজন সম্পৃক্ত রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নরসিংদীতে আবারো ইউপি চেয়ারম্যান খুন
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর রায়পুরাতে উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারো সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুর হাসানকে (৪০) দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার উপজেলার মাধবদী থানার ভগীরথপুর শাহী ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসান ঘটনার দিন-রাত আনুমানিক ১১টার দিকে নিজ কার্যালয় থেকে সহযোগী পাপ্পুকে নিয়ে বাড়ি ভগীরথপুর যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কিছু দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি মাটিতে লুটে পড়েন। পরে দুর্বৃত্তরা কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরে আশপাশের লোকজন তাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন।
এ সময় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে সাঈদ হাসান পাপ্পু (৩৮) ও ফরহাদ মিয়া (৪০) নামে দুই ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়। তাদের মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, সাবেক চেয়ারম্যান হত্যার পর পুলিশ ঘটনার তদন্তের পাশাপাশি অপরাধীদের ধরতে তৎপরতা চালাচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।
চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের একটি মাঠ থেকে শফিউদ্দিন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ মে) সকালে মাঠের একটি লিচু গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। নিহত শফিউদ্দিন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের শিয়ালমারি গ্রামের মাঝেরপাড়ার মোহাম্মদ আলী বুড়ার ছেলে। পরিবারের দাবি শফুদ্দিনকে হত্যা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা এলাকার মুড়িতলার মাঠে কৃষি কাজের সময় লিচু গাছে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শেখ সেকেন্দার আলী বলেন, লাশের মুখ থেকে বিষাক্ত (ফেনা) জাতীয় কিছুর আলামত পাওয়া গেছে। শুনেছি তার নামে পান চুরির অপবাদ দেয়া হয়েছিল। আবার হত্যার পর ঝুলিয়ে রাখা হয়েছে বলেও শোনা যাচ্ছে। আত্মহত্যা কিনা এটা এখনই বলা যাচ্ছে না। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন (সিআইডি) ফিঙ্গারপ্রিন্টসহ যাবতীয় আলামত সংগ্রহ করেছেন। আর ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।
নেত্রকোনা প্রতিনিধি ও পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা জানান, নেত্রকোনার পূর্বধলা দুই বছরের জীবিত শিশুসহ অজ্ঞাত পরিচয় (২৮) এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাছিয়াকান্দা গ্রামে গতকাল বুধবার সকালে তাদের সামছু মার্কেট থেকে কাচিয়াকান্দা কাঁচা রাস্তার ওপর পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করে এবং শিশুটিকে জীবিত দেখতে পেয়ে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রাশেদুল ইসলাম জানান, জীবিত শিশু ও অজ্ঞাত পরিচয়হীন নারীর লাশ উদ্ধার করা হয়েছে। শিশুটিকে তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে এবং আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লালপুর (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের লালপুরে নানীর বাড়িতে বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরল শিশু রাব্বি (৮)। বুধবার ২৯ মে উপজেলার চ্যামটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়া গ্রামের রিমন আলীর ছেলে। লালপুর হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায় যায় শিশু রাব্বি তার নানার বাড়ি চামটিয়া গ্রামে বেড়াতে যায়। গতকাল নানা বাড়ির পাশের একটি ইট ভাটার জলাশয়ে বন্ধুদের সাথে গোসল করতে নামে। গোসল শেষে সবাই উঠে এলেও রাব্বিকে পাওয়া যাচ্ছিল না। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর ওই জলাশয় থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় খালের পানিতে ডুবে মাহবুব রাফি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ মে) দুপুরে উপজেলার তালাব গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার তালাব গ্রামের আলম হোসেনের ছেলে তালাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রি প্রাইমারি শাখার ছাত্র মাহবুব রাফিকে মঙ্গলবার দুপুর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় ফায়ার সাভিসের ডুবুরিদল বাড়ির পাশে লাউতি খাল থেকে তার লাশ উদ্ধার করে।
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা জানান, চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ফুলের ছড়া গর্জনিয়া এলাকায় বন্যহাতির আক্রমণে নুরছালাম (৫৫) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাকারা ইউনিয়নে গর্জনিয়া পাহাড় থেকে একদল বন্যহাতি খাদ্যের সন্ধানে লোকালয়ে চলে আসে। এ সময় ফুলেছড়া গর্জনিয়াপাড়া এলাকার নুরছালাম হঠাৎ হাতির পালের সামনে পড়লে সেগুলোর আক্রমণে সে ঘটনাস্থলে মারা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাকারা ইউনিয়নের চেয়ারম্যান সাহাব উদ্দিন বলেন, বন্যহাতির আক্রমণে রাত সাড়ে ১২টার দিকে সে মারা যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রতিবন্ধী নিহত ও তাকে উদ্ধার করতে গিয়ে আরো তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৭টায় উপজেলার সরই ইউনিয়নের ২নং ওয়ার্ডের হাসনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেছে। নিহতের নাম খোরশেদ আলম (২০)। সে ঐ এলাকার নুরুল আলম মেম্বারের ছেলে। আহতরা হলেন, নুরুল আলম মেম্বারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৩), আব্দুর রহিম (৪৫) এবং আজগর আলীর ছেলে মিজানুর রহমান (৩২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এনামুল হক জানান পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।

চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুরের হাজীগঞ্জে রেখা বেগম (৪৫) নামে এক নারী বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মারা গেছেন। বাড়ির ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
প্রত্যক্ষদর্শী শরিফ হোসেন জানান, হাজীগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডে খাটরা বিলওয়াই মায়া ভিলার ছাদে ফুলের টবে বৈদ্যুতিক তার জড়ানো ছিল। রেখা বেগম সকাল ৮টার দিকে ফুলের টবে জমে থাকা বৃষ্টির পানি পরিষ্কার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাথে সাথেই মৃত্যু হয়।
পীরগাছা (রংপুর) প্রতিনিধি জানান, রংপুরের পীরগাছার পাওটানা ফাজিল মাদরাসার নবম শ্রেণীর এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মৃত্যু নিয়ে এলাকায় চলছে নানা গুঞ্জন। মঙ্গলবার সন্ধ্যার দিকে উপজেলার ছাওলা ইউনিয়নের আফতাব উদ্দিন হাশিম মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই ছাত্রীর নাম মোহসিনা খাতুন টুম্পা (১৪)। সে ওই গ্রামের আল আমিনের মেয়ে। এলাকাবাসী জানায়, টুম্পা স্থানীয় পাওটানাহাট ফাজিল মাদরাসার নবম শ্রেণীতে পড়ত। শিশুকালেই তার বাবা ও মায়ের বিচ্ছেদ ঘটে। তার দু’জনেই পরে বিয়ে করেছেন। শিশু কাল থেকে টুম্পা বেড়ে উঠা দাদা-দাদীর কাছে। তার বাবা দ্বিতীয় স্ত্রীসহ জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। দাদি রাহিমা বেগম বলেন, আমার নাতনী কিছু দিন ধরে মাথাব্যথা ও পেটব্যথায় ভুগছিল। ঘটনার দিন সন্ধ্যার আগে টুম্পা আমার কাছে মাথায় তেল দিয়েছে। এরপর বলে আমি ঘুমাব, ডাকবা না। আমি মাগরিবের নামাজ পড়ে ঘরে গিয়ে দেখি সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পীরগাছা থানার ওসি সুশান্ত কুমার সরকার বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ পর্যবেক্ষণ করেছি ও আলামত জব্দ করেছি। সার্বিক বিষয়ে তদন্ত করছি।
কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার কালিগঞ্জে হাসিনা খাতুন (৪২) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলার ভাড়াশিমলার কুকোডাঙ্গা মোড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করে কালিগঞ্জ থানার পুলিশ। নিহত হাসিনা খাতুন ভাড়াশিমলা গ্রামের মরহুম আব্দুল খালেকের মেয়ে। স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর আগে স্বামীর সাথে ডিভোর্স হয় হাসিনার। সে সময় থেকে তিনি একমাত্র মেয়েকে নিয়ে ভাড়াশিমলা গ্রামে পিতার বাড়িতে বসবাস করতেন। মেয়ের বিয়ে হওয়ার পর একপর্যায়ে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। বুধবার সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ায় থানায় খবর দেয়া হলে পুলিশ এসে অর্ধগলিত লাশ উদ্ধার করে নিয়ে যায়।

মনিরামপুর (যশোর) সংবাদদাতা জানান, যশোরের মনিরামপুরে আত্মহত্যা ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) উপজেলার নাদড়া ও মোবারকপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে নাদড়া গ্রামে লাবিবা (৫) নামে এক শিশু পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খোঁজাখুুঁজির এক পর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তন্ময় বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই শিশু লাবিবার মৃত্যু হয়েছিল। লাবিবা ঝিকরগাছা উপজেলার শরিফুল ইসলামের মেয়ে। সে দীর্ঘদিন ধরে নাদড়া গ্রামে নানা মঈনুদ্দিনের বাড়িতে থাকত। অপর দিকে, এ দিন বিকেলে মোবারকপুর গ্রামে সুমাইয়া খাতুন (১৪) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের রায়হান গাজীর মেয়ে। তবে, কী কারণে সুমাইয়া আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
মৌলভীবাজার প্রতিনিধি জানান, মৌলভীবাজারের রাজনগরে বৈদ্যুতিক অটোরিকশা চার্জ দেয়ার সময় বিদ্যুতায়িত হয়ে আদিল মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন হামিদ মিয়া (৪০), রুপন মিয়া (১৬) ও শাপলা বেগম (৩০)।
বুধবার (২৯ মে) দুপুরে উপজেলার মনসুরনগর ইউনিয়নের পরচক্র গ্রামে এই ঘটনাটি ঘটেছে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাতপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এ সময় আদিল মিয়াকে (১৭) মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মনসুরনগর ইউনিয়নের পরচক্র গ্রামের হামিদ মিয়া তার নিজ বাড়িতে বৈদ্যুতিক অটোরিকশা চার্জে লাগানোর সময় বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী শাপলা বেগম তার পর একই বাড়ির রুবেল মিয়ার ছেলে রুপন মিয়া, প্রবাসী ছালিক মিয়ার একমাত্র সন্তান আদিল মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

 


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল