১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

নারী ও শিশুসহ নিহত ৪

-

চট্টগ্রামে পিকআপ উল্টে এক যুবক, টাঙ্গাইলে ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় এক হেলপার, বগুড়ায় এক নারী ও নোয়াখালীতে এক শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, রাজস্থলী সীমান্ত সড়কে পিকআপ উল্টে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মো: নবী হোসেন (২৮)। এ ঘটনায় আরো দু’জন আহত হন। গত মঙ্গলবার রাতে রাজস্থলী সীমান্ত সড়কের বিলাইছড়ি-শুক্কুরছড়ি চার কিলোমিটার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সীমান্ত সড়কের কাজ শেষ করে রাজস্থলীর উদ্দেশে যাওয়ার পথে শুক্কুর ছড়ি চার কিলো নামক এলাকায় পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এ সময় পিকআপটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলে গাড়িতে থাকা নবী হোসেন নামে একজনের মৃত্যু হয়। মোহাম্মদ কালামিয়া ও মোহাম্মদ ইয়াসিন নামের আহত দু’জনকে প্রথমে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুরের বোমা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে পিকআপ ভ্যানের ধাক্কায় পিকআপ ভ্যানের হেলপার নিহত ও চালক আহত হয়েছে। গতকাল বুধবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত চালক বগুড়ার সারিয়াকান্দি উপজেলার দিপু হায়দারের ছেলে এরশাদ আলী। নিহত হেলপারের নাম ঠিকানা তাৎক্ষণিক পাওয়া যায়নি। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হেমায়েল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়া অফিস ও আদমদীঘি সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। গতকাল বুধবার উপজেলার পূর্ব ঢাকা রোড নামক স্থানে ট্রাকের সাথে অটোচার্জারের ধাক্কা লেগে সাজু বেগম (৫০) নামের ওই যাত্রী নিহত হন। সাজু বেগম উপজেলার সান্তাহার ইউপি সান্দিড়া গ্রামের মোজাফফর রহমানের মেয়ে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা জানান, নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় জাহাজমারা মোক্তারিয়া সড়কে অটোরিকশার ধাক্কায় এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। নিহত আবদুল্লাহ আল আমিন (৬) জাহাজমারা মারকাজুল উলুম ওয়াদ্যাওয়া কাউমি মাদরাসার ছাত্র। তার বাবা স্থানীয় জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শফিউল্লাহ মেম্বার বাড়ির ফারুকের ছেলে। এ বিষয়ে হাতিয়া থানার ওসি জিসান আহম্মেদ জানান, দুর্ঘটনার খবরটি শুনেছি।

 


আরো সংবাদ



premium cement