১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরকারি চাকরিতে ৫ বছরে নিয়োগ সাড়ে ৩ লাখ

-

শূন্যপদ ৩ লাখ ৭০ হাজার
- বিসিএসে পিছিয়ে নয় এগিয়ে যাচ্ছে নারীরা
- ১০ বছরে শাস্তি পেয়েছেন ১৮১ সরকারি কর্মকর্তা

জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, বর্তমানে সরকারি চাকরিতে শূন্যপদের সংখ্যা তিন লাখ ৭০ হাজার ৪৪৭টি। তিনি বলেন, গত পাঁচ বছরে তিন লাখ ৫৮ হাজার ২৩৭ জনকে নিয়োগ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।
জনপ্রশাসন মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে মোট অনুমোদিত পদ ১৯ লাখ ১৫১টি। কর্মরত ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। শূন্য পদ রয়েছে তিন লাখ ৭০ হাজার ৪৪৭টি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত পাঁচ বছরে তিন লাখ ৫৮ হাজার ২৩৭ জনকে চাকরি দিয়েছি। এ সময়ে ৩৭তম বিসিএস এর এক হাজার ২৫০ জন, ৩৯তম বিশেষ বিসিএসে চার হাজার ৭০০ জন, ৩৯তম বিশেষ (স্বাস্থ্য) বিসিএসে দুই হাজার, ৩৮তম বিসিএসে দুই হাজার ১৫১ জনকে নিয়োগ দেয়া হয়। ৪২তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) তিন হাজার ৯৬৭ জনকে নিয়োগ দেয়া হয়। ৪০তম বিসিএসে এক হাজার ৯৩১ জনকে নিয়োগ করি। চলতি বছর ৪১তম বিসিএস থেকে পাই দুই হাজার ৪৫৮ জন।
১০ বছরে শাস্তি পেয়েছেন ১৮১ সরকারি কর্মকর্তা : বিভিন্ন অপরাধে গত ১০ বছরে ১৮১ জন কর্মকর্তাকে (গ্রেড-১ থেকে ৯) শাস্তি দেয়া হয়েছে। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গত পাঁচ বছরে গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত ১৭৮ জন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে তদন্ত হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলার মাধ্যমে তদন্ত করা হয়েছে। ১৭৮ জনের মধ্যে আমরা ২২ জনকে গুরুদণ্ড দিয়েছি। ৬৯ জনকে লঘুদণ্ড দেয়া হয়েছে। অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে ৭৭ জনকে।
মন্ত্রী বলেন, কাজ করতে গেলে বিভিন্ন ধরনের অভিযোগ আসে। এখানে যে শুধু কর্মকর্তারা দায়ী থাকেন, সেটি নয়। যার কাজটি পছন্দ হচ্ছে না সেও কিন্তু এখানে রয়েছে। আমরা সবসময় দেখি তার যে অভিযোগটি সেটির সত্যতা কি আছে? আমাদের বিভাগীয় ব্যবস্থা (ডিপার্টমেন্টাল প্রসেডিং-ডিপি) চালু করতে হয়।

২০১৪ সাল থেকে ২০২৪ পর্যন্ত গত ১০ বছরে গ্রেড-১ থেকে ৯ পর্যন্ত ৩৫১ জন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আসে জানিয়ে মন্ত্রী বলেন, এর মধ্যে গুরুদণ্ড পেয়েছেন ৪১ জন, লঘুদণ্ড পেয়েছেন ১৪০ জন। ১৭০ জনকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
ফরহাদ হোসেন বলেন, প্রতিনিয়ত আমাদের বিভাগীয় ব্যবস্থা চলমান আছে। অভিযোগ দেয়ার ব্যবস্থা রয়েছে। যদি কেউ কোনো কর্মকর্তা সম্পর্কে অভিযোগ দেয়, অভিযোগ আমরা আমলে নিয়ে তার বিরুদ্ধে ডিপি বা বিভাগীয় ব্যবস্থা চালু করি। প্রথমে প্রাথমিক তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা বোঝার চেষ্টা করি। এরপর বিভাগীয় ব্যবস্থা চালু হয়। এরপর শুনানি হয়, স্পট ভিজিট হয়। আমাদের টিম থাকে।
বিসিএসে নারীরা পিছিয়ে নয় বরং এগিয়ে যাচ্ছে: বিসিএস পরীক্ষার মাধ্যমে সিভিল সার্ভিসে নিয়োগে নারীরা পিছিয়ে নয়, বরং এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
বিসিএসে নারীরা পিছিয়ে যাচ্ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, সংবাদ এসেছে, তবে আপনারা যদি আমাদের পরিসংখ্যান দেখেন, বুঝতে পারবেন এ রকম কিছু হয়নি যে নারীরা পিছিয়ে যাচ্ছেন বরং নারীরা এগিয়ে যাচ্ছেন।

তিনি বলেন, ৩৫তম বিসিএসে নারী কর্মকর্তা রয়েছেন ২৭ দশমিক ৯৫ শতাংশ। ১০০ জনের মধ্যে নারী ২৮ জনের মতো। ৩৬তম বিসিএসে আমরা দেখেছি নারী কর্মকর্তা ২৬ দশমিক ২২ শতাংশ। ৩৭তম বিসিএসে দেখেছি ২৪ দশমিক ৭৩ শতাংশ। ৩৮তম বিসিএসে ২৬ দশমিক ৯১ শতাংশ। ৪০তম বিসিএসে দেখেছি নারীদের হার ২৬ দশমিক ০৩ শতাংশ। সবশেষ ৪১তম বিসিএসে ২৬ দশমিক ৭১ শতাংশ নারী প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন পদায়নের জন্য। ‘২৯তম বিশেষ বিসিএসে নারী ছিলেন ৪৬ দশমিক ৮১ শতাংশ। চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসে নারী ছিলেন ৪৯ দশমিক ০২ শতাংশ।’
মন্ত্রী বলেন, ১০ শতাংশ নারী কোটা বাতিলের পরও নারীরা আগের মতোই নিয়োগ পাচ্ছেন। এখানে কোনো ব্যত্যয় ঘটেনি। ৪০তম বিসিএস থেকেই কিন্তু নারীদের কোনো কোটা নেই। এতে বোঝা যাচ্ছে, বিসিএসে নারীদের পাওয়ার হার কমেনি। এই তথ্যটা (নিয়োগ পাওয়ার হার কমেছে) আসলে সঠিক নয়। প্রত্যেকটি বিসিএসের ২৬-২৭ শতাংশ নারী সুপারিশপ্রাপ্ত হয়ে থাকেন। সেটি কিন্তু তারা ধরে রেখেছেন সেখানে কোনো ব্যত্যয় নেই।’
প্রশাসনে মন্ত্রণালয়-বিভাগের ৫৮ জন সচিবের মধ্যে ১১ জন নারী রয়েছেন জানিয়ে ফরহাদ হোসেন বলেন, নারীদের মধ্যে অতিরিক্ত সচিব রয়েছেন ৭৫ জন, যুগ্মসচিব রয়েছেন ১৬৪ জন, উপ-সচিব রয়েছেন ৩৯৪ জন, সিনিয়র সহকারী সচিব রয়েছেন ৬৫৮ জন। ৬৪ জেলার মধ্যে নারী জেলা প্রশাসক রয়েছেন ৭ জন, নারী ইউএনও ১৫১ জন, নারী বিভাগীয় কমিশনার রয়েছেন একজন। সহকারী কমিশনার (ভূমি) রয়েছেন ৮৮ জন। ক্যাডার সার্ভিস ছাড়াও সব মিলিয়ে সরকারি চাকরিতে ২৯ শতাংশ নারী রয়েছেন বলে জানান জনপ্রশাসন মন্ত্রী।


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল