সর্বকনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফার
- নয়া দিগন্ত ডেস্ক
- ২৯ মে ২০২৪, ০১:৫১
লুইসা রয়্যার। বয়স কেবল ৮ বছর। পড়ে তৃতীয় শ্রেণীতে। অথচ এই বয়সে সে ড্রোন উড়িয়ে ইউরোপ, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়ার ভিডিওগ্রাফি করেছে। সেগুলোর মাধ্যমে এরই মধ্যে সে এজেডড্রোনফেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল পুরস্কার জিতে নিয়েছে। এতে সে বিশ্বের সর্বকনিষ্ঠ ড্রোন ভিডিওগ্রাফার হিসেবে নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।
লুইসা যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা। সে ওই সব দেশ ভ্রমণের সময় ড্রোন দিয়ে ভিডিও করে। পরে তার শিক্ষকের উৎসাহে সেগুলো ফিল্ম ফেস্টিভ্যালে পাঠানো হয়। এরপর তার ভিডিও ২০২৩ বেস্ট নিউ ড্রোন পাইলট অ্যাওয়ার্ড অর্জন করে।
লুইসা জানায়, বিভিন্ন দেশ ও স্থানে কিভাবে নিরাপদে ড্রোন উড়াতে হয়, তা বোঝা তার জন্য খুবই কঠিন ছিল। বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা এড়িয়ে চলতে হয়; কিছু বিষয়ে খুবই সতর্ক থাকতে হয়। সে জানায়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সনদ তার জন্য পরম আনন্দের ছিল। এই অনুভূতি তাকে ও পরিবারকে গর্বিত করেছে। ইন্টারনেট।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা