১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে টর্নেডো বজ্রঝড়ে নিহত ১৮

-


যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চীয় সমভূমি ও ওজার্কস নামে পরিচিত অঞ্চলের চারটি অঙ্গরাজ্যে টর্নেডো ও বজ্রঝড়ে চারটি শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। শনিবার রাতভর ও রোববার সারাদিন ধরে তাণ্ডবের পরও ওই অঞ্চলগুলোতে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করতে পারে বলে সতর্ক করা হয়েছে। সিএনএন।
দেশটির স্টর্ম প্রেডিকশন সেন্টার সতর্ক করে বলেছে, ‘এসব অঞ্চলে অতি শক্তিশালী টর্নেডো, ব্যাপক শিলাবৃষ্টি এবং প্রবল ঝড়ে বিস্তৃত ক্ষয়ক্ষতি হতে পারে।’ বিশাল এ অঞ্চলের ১০ কোটি ৯০ লাখ বাসিন্দা এসব পরিস্থিতির হুমকির মুখে আছে বলে জানিয়েছে তারা। এসব ঝড়ের বিষয়টি প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে খবর সিএনএনের।
শনিবার রাতে টেক্সাসের কুক কাউন্টিতে প্রবল ঝড়ে অন্তত সাতজনের মৃত্যু হয়েছে, সিএনএনকে জানিয়েছেন শেরিফ রে স্যাপিংটন। নিহতদের মধ্যে দুইজনের বয়স দুই ও পাঁচ বছর। রোববার এক সংবাদ সম্মেলনে গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, এখানে ঝড়ে প্রায় ১০০ জন আহত হয়েছেন।
কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ে আরক্যানসতে অন্তত আটজন নিহত হয়েছেন। গভর্নর সারা হাকাবি স্যান্ডার্স রোববার বিকেলে অঙ্গরাজ্যের যে অংশটি টর্নেডো ও বিরূপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। লুইভেলের মেয়র ক্রেগ গ্রিনবার্গ জানিয়েছেন, ঝড়ে কেনটাকিতে একজনের মৃত্যু হয়েছে।
ওকলাহোমার স্থানীয় কর্মকর্তারা সিএনএনকে জানিয়েছেন, শনিবার রাতে প্রবল ঝড়ে অঙ্গরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলে দুইজন নিহত ও অন্তত ২৩ জন আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবার জরিপকারী দলগুলো রোববার ওকলাহোমার উত্তরপূর্বাঞ্চলীয় শহর ক্লেয়ারমোরে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেখতে পান।
শেরিফ স্যাপিংটন জানিয়েছেন, টেক্সাসের উত্তর-পূর্বাঞ্চলে একটি পেট্রল পাম্পে ঝড়ের মধ্যে ৬০ থেকে ৮০ জন মানুষ আটকা পড়েছিলেন, পরে ঝড় থামলে তারা তারা সরে যেতে সক্ষম হন। কিন্তু ইতোমধ্যে বেশ কয়েকজন আহত হন, তবে তাদের আঘাত গুরুতর নয়। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সমভূমি ও মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে সেখানে প্রতি বছরের মে মাসেই শক্তিশালী টর্নেডো দেখা দেয়।

 


আরো সংবাদ



premium cement
‘আপত্তিকর ভাষা’ ব্যবহারে শাস্তি পেলেন জোসেফ শ্রীমঙ্গলে হত্যা মামলায় প্রেমিক গ্রেফতার জামায়াত নেতা কাজী ফজলুল করিমের মৃত্যুতে ড. রেজাউল করিমের শোক প্রকাশ বাংলাদেশের স্বার্থ রক্ষায় দেশের মানুষকে সাথে নিয়ে মাঠে থাকব : মুন্না আমতলীতে ব্যবসায়ীকে আত্মহত্যার প্ররোচনায় জড়িতদের বিচার দাবি সিরিয়া নিয়ে আশা ও শঙ্কা ইসরাইলের সিরিয়ায় বাশারের পতনে ইসরাইল কতটুকু লাভবান অস্ত্র ব্যবহার করতে পারবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণের ৫৭৯ কর্মকর্তা লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহত ৫ এ দেশে রাজনীতি করতে হলে জনগণের সেবক হয়েই রাজনীতি করতে হবে : সেলিম উদ্দিন এখন সময় শান্তি ও স্থিতিশীলতার : অন্তর্বর্তী প্রধানমন্ত্রী

সকল