০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

বিশ্বের সবচেয়ে উঁচু ষাঁড়!

-

যুক্তরাষ্ট্রের ওরিগনে রোমিও নামের বাছুরটিকে জন্মের ১০ দিন পরেই জবাই করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে সে যাত্রায় নানা কারণে বেঁচে যাওয়া বাছুরটিই বর্তমানে গিনেস ওয়ার্ল্ডের রেকর্ডে বিশ্বের সবচেয়ে উঁচু ষাঁড়। রোমিওর বর্তমান উচ্চতা ৬ ফিট সাড়ে ৪ ইঞ্চি।
আগে এ রেকর্ডটি ছিল ম্যাসাচুসেটসের ‘টমি অব চেশায়ার’ নামের ষাঁড়টির দখলে। যেটির উচ্চতা ছিল ৬ ফিট ১ ইঞ্চি। এটিকে প্রাণে বাঁচিয়ে লালনপালনের জন্য নিয়ে এসেছিলেন মিষ্টি ও রবার্ট মুরে দম্পতি। গত ৬ বছর ধরে তারা ষাঁড়টিকে যতেœ বড় করেছেন।
রোমিও বর্তমানে প্রতিদিন প্রায় ১০০ পাউন্ড খড়, ১৫ পাউন্ড শস্য খায়। ষাঁড়টির মালিক দম্পতির সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সাইটে সাক্ষাৎকার দিয়েছেন। মুরে দম্পতি জানিয়েছেন, এ ষাঁড়টিকে বাছুর থাকা অবস্থাতেই জবাই করতে চেয়েছিলেন তারা। কেননা ষাঁড় থেকে দুধ পাওয়া যায় না। তবে ভাগ্যগুণে জবাইর হাত থেকে বেঁচে যাওয়া সেই বাছুরটিই গড়ল কীর্তি। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement