১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফরচুন সুজ কারখানায় গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ বরিশালে

-

বরিশালে ফরচুন সুজ কারখানায় বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। শনিবার (২৫ মে) বেলা ১১টায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তৃতা দেন বাসদ জেলা শাখার সমন্বয়কারী ডা: মনীষা চক্রবর্তী। এর আগে গতকাল সকালে গণসংহতি আন্দোলন জেলা শাখার নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেন, সংগঠনের জেলা সমন্বয়ক দেওয়ান আবদুর রশিদ নীলু। এর আগের দিন শুক্রবার একই দাবিতে নগরীতে বিক্ষোভ সমাবেশ করেছিল গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা।
দুই কর্মসূচিতে বক্তারা বলেন, ফরচুন সুজ কোম্পানির মালিক শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের হকের টাকা না দিয়ে দুই মাসের বেতন বকেয়া রাখে। অথচ ক্রিকেট দলের ফ্রাঙ্কাইজ স্বত্ব কিনতে কোটি কোটি টাকা ব্যয় করেছে। ওভারটাইমের মজুরি না দিয়ে ১০-১২ ঘণ্টা খাটিয়ে মাসের পর মাস শ্রম আইন লঙ্ঘন করে শ্রমিকদের শোষণ করেছে। দুই মাস শ্রমিকদের মজুরি পরিশোধ না করে এক মাসের অর্ধেক মজুরি দিয়েছে। এর প্রতিবাদ করায় নিরীহ শ্রমিকদের ওপর আনসার দিয়ে গুলিবর্ষণ করে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত শেষে জড়িতদের বিচার দাবি করছি। নয় তো শ্রমজীবীদের নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ওই কারাখানায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ করেন। তখন কারাখানা কর্তৃপক্ষের আনসার সদস্যরা শ্রমিকদের ওপর ১০ রাউন্ড গুলিবর্ষণ করে। এতে চার শ্রমিক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


আরো সংবাদ



premium cement
সিরিয়ায় বাশার আল আসাদের বাবার কবরে অগ্নিসংযোগ মামলা শেষ হলে দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল কালিয়াকৈরে ছুরিকাঘাতে যুবককে হত্যা ৫ আগস্টের পর চাঁদাবাজি-ছিনতাইয়ে র‍্যাবের ১৬ সদস্য আটক : ডিজি মিয়ানমারে বাংলাদেশ সীমান্তবর্তী শহর থেকে শত শত সৈন্যসহ জেনারেল আটক শনিবার থেকে শৈত্যপ্রবাহের আশঙ্কা ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে’ পাওনা টাকা চাওয়ায় চা দোকানির হাত ঝলসে দেয়ার অভিযোগ হাসিনার বিবৃতিকে ভারত সমর্থন করে না : বিক্রম মিশ্রি ডুয়েটে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণে সেমিনার ও প্রদর্শনী মেলা শুক্রবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

সকল