ফরচুন সুজের শ্রমিকদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- বরিশাল ব্যুরো
- ২৫ মে ২০২৪, ০২:০৪
ফরচুন সুজ লিমিটেডে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল জেলা শাখার উদ্যোগে শুক্রবার বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভর সভাপতিত্বে ও জেলা সংগঠক হুজাইফা রহমানের সঞ্চালনায় বক্তৃতা দেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি এ কে আজাদ, করাতকল শ্রমিক ইউনিয়ন বরিশাল জেলা সাধারণ সম্পাদক আবদুল মান্নান, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সিবাত আহমেদ, সদস্য ভূমিকা সরকার, এডিসন বৈদ্য ও ব্রজমোহন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক তন্ময় মিত্র, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিরাজুল ইসলাম প্রমুখ। এ সময় শ্রমিকদের গুলিবিদ্ধের ঘটনায় জড়িতদের বিচার ও শ্রম আইনের শতভাগ প্রয়োগের দাবি তোলা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দুই মাস ধরে বেতন না পাওয়া ফরচুন সুজ লিমিটেডের শ্রমিকরা যখন তাদের পাওনা মজুরির দাবিতে আন্দোলনে নেমেছিল। তখন মালিক পক্ষ শ্রমিকদের আন্দোলন থেকে তুলতে আনসার দিয়ে হামলা চালায়। এর একপর্যায়ে শ্রমিকদের ওপর গুলি চালিয়ে চারজনকে গুলিবিদ্ধ করার সংবাদ প্রকাশ হয়েছে। ফরচুন সুজে শ্রমিক নিপীড়নের সুষ্ঠু বিচার এবং শ্রমিকদের ন্যায্য পাওয়া বুঝিয়ে দেয়ার দাবি জানাচ্ছি। তা না হলে আন্দোলনরত শ্রমিকদের সাথে বরিশালের ছাত্রসমাজও আওয়াজ তুলবে। ছাত্র শ্রমিক জনতার যৌথ লড়াইয়ের মধ্য দিয়েই এক দিন শোষণ-ত্রাসের রাষ্ট্রযন্ত্রকে ভেঙে শোষণহীন সাম্যের সমাজ প্রতিষ্ঠা হবে।
বক্তারা বলেন, বাংলাদেশের বর্তমান সরকারব্যবস্থা দেশটাকে অসাধু শিল্পপতিদের লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে। এই লুটেরারা লুটপাট করেই ক্ষান্ত হচ্ছে না নিপীড়ন নির্যাতনেও নতুন নতুন নজির স্থাপন করছে। গার্মেন্ট খাত থেকে অনানুষ্ঠানিক খাত সব জায়গাতেই শ্রমজীবীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। আর কেউ এ অনিয়মের প্রতিবাদ করে বসছে তার উপরে পুঁজিপতিদের পেটোয়া বাহিনী এবং রাষ্ট্রীয় পুলিশ বাহিনী যৌথভাবে হামলে পড়ছে। সরকার পুঁজিপতিদের খুশি রাখতে গিয়ে এই নিপীড়ন নির্যাতনে সমর্থন জুগিয়ে গোটা দেশটিকে একটা শোষণযন্ত্রে পরিণত করেছে।
এ দিকে ফরচুন সুজ কারখানায় বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকের ওপর গুলির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বরিশাল শিল্পনগরীতে (বিসিক) জুতা তৈরিকারী প্রতিষ্ঠান ফরচুন সু কোম্পানি লিমিটেডে বকেয়া বেতন নিয়ে শ্রমিকদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ হয়েছে। আনসার সদস্যদের লাঠিপেটা ও শটগানের গুলিতে কয়েকজন শ্রমিক আহত হন। অন্য দিকে শ্রমিকদের নিক্ষিপ্ত ইটে আহত হয়েছে মহানগর পুলিশের কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান বলে ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।
আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকরা হলেন- উজিরপুরের নারায়ণপুর এলাকার হানিফ সরদারের ছেলে মেহেদি (২৫), বাবুগঞ্জের রহমতপুর এলাকার মো: মোস্তফার ছেলে রাজিব (২৫), স্বরূপকাঠির মো: শামসুদ্দোহার ছেলে তামিম (২০), নলছিটির গোবিন্দপুর গ্রামের মো: খোকনের ছেলে রাফসান (২০) ও গাইবান্ধার রসুলপুরের মিজানুর রহমান (২০)।
শ্রমিক হাফিজুল বলেন, দুই মাসের বেতন বকেয়া রয়েছে। গত বৃহস্পতিবার আমাদের আধা মাসের বেতন দিয়েছে। শ্রমিকরা বলছে ফুল বেতন লাগবে। এ মাসে না, পরে দেখা যাবে। এ নিয়ে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ফ্যাক্টরির কর্মকর্তারা শ্রমিকদের মেরেছেন। আমরা প্রতিবাদ করলে আনসাররা গুলি করে। সব শ্রমিককে মারধর করেছে। হাফিজুলের দাবি, তিন ফ্যাক্টরির অন্তত বহু শ্রমিক আহত হয়েছেন। তারা ফরচুন সু কোম্পানির চেয়ারম্যান মিজানুর রহমান মিজানের ভয়ে অনেকে হাসপাতালে আসেননি। ফ্যাক্টরির সামনে থাকা ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আউয়াল মোল্লা বলেন, ফরচুনের বাইরের (বিদেশের) সাথে ব্যবসা। বাইরে থেকে টাকা পেয়ে বেতন দেয়। বেতনভাতা নিয়ে একটা ঘটনা ঘটেছে। ১৫ দিনের বেতন দিয়েছে। শ্রমিকরা ওই টাকা দিয়ে কী করবে? বেতন ঠিকমতো না দেয়ায় শ্রমিক আন্দোলন শুরু করেছেন। কাউন্সিলরের অভিযোগ শ্রমিকরা ঠিকমতো বেতন-বোনাস পান না। ওভার টাইমের টাকাও ঠিকমতো দেয় না।
তিনি বলেন, শ্রমিকদের মধ্যে চারজন মেডিক্যালে ভর্তি হয়েছেন। আরো কয়েকজন আহত হয়েছেন। প্রকৃত সংখ্যা জানা নেই।
কারখানার সামনে অবস্থান নেয়া শ্রমিক আহাদ বলেন, গত মাসের বেতন এখন পর্যন্ত পায়নি। আজ হাফ বেতন দিয়েছে। একটা মানুষ কেমনে চলে? তার পর শ্রমিকরা বাইরে বের হয়েছে। আনসাররা লাঠিচার্জ করেছে। রাবার বুলেট ছুড়েছে।
বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, শ্রমিকদের নিক্ষিপ্ত ইটের আঘাতে পরিদর্শক মোস্তাফিজুর রহমান আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত আছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা