ত্রিশালে জাতীয় কবির জন্মবার্ষিকীর অনুষ্ঠান শুরু
- ময়মনসিংহ অফিস ও ত্রিশাল সংবাদদাতা
- ২৪ মে ২০২৪, ০০:৫২
‘অসাম্প্রদায়িক চেতনা এবং নজরুল’ প্রতিপাদ্যকে ধারণ করে ময়মনসিংহে কবির বাল্যস্মৃতিবিজড়িত ত্রিশালের দরিরামপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। গতকাল জেলা প্রশাসন ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় আয়োজিত নজরুল অ্যাকাডেমি মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে তিন দিনব্যাপী আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিবুর রহমান। জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, ফাহমি গোলন্দাজ বাবেল এমপি, এ বি এম আনিছুজ্জামান এমপি, নিলুফার আনজুম পপি এমপি, অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ। অনুষ্ঠানে স্বাগত ও স্মারক বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল আলম মাসুম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের সহকারী অধ্যাপক আশিক সরকার। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও শিক্ষার্থী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ উপলক্ষে নজরুল অ্যাকাডেমি মাঠে আয়োজিত গ্রামীণ ও বই মেলার উদ্বোধন করে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বই উপহার দেন তিনি। পরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিবুর রহমান বলেন, বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। বাংলাভাষীদের মধ্যে তার কবিতা ও গানের জনপ্রিয়তা তুঙ্গস্পর্শী। তিনি ছিলেন বিদ্রোহী বাঙালির প্রতিচ্ছবি। তিনি আরো বলেন, নজরুল বাংলা ভাষা ও সাহিত্যকে নানাদিক দিয়ে করেছেন সমৃদ্ধ এবং মজবুত। তার অসাম্প্রদায়িক জীবনাদর্শ অনুসরণ করে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, শান্তিপূর্ণ, সুখী সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণ হোক- এটাই আমাদের প্রত্যাশা। উল্লেখ্য, আগামী ২৯ মে ত্রিশাল উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বিধায় ২৫ মে’র পরিবর্তে ২৩ মে নজরুল জন্মবার্ষিকীর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা