সবচেয়ে দামি পালক
- ২৪ মে ২০২৪, ০০:৪৯
নিউজিল্যান্ডের বিলুপ্ত হওয়া পাখির একটি পালকই নিলামে বিক্রি হয়েছে ২৮ হাজার ৪১৭ ডলারে (প্রায় ৩৩ লাখ ৩২ হাজার টাকা)। পালকটি বিলুপ্ত হুইয়া পাখির। এটিই এ যাবৎকাল পৃথিবীর সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া পাখির পালক।
নিলামকারী প্রতিষ্ঠান ওয়েবস অকশন হাউস জানিয়েছে, তারা আশা করেছিলেন পালকটি তিন হাজার ডলারে বিক্রি হতে পারে। কিন্তু নিলামে তোলার পর তাদের সেই ধারণা ভুল প্রমাণ করে অবিশ্বাস্য রেকর্ড দাম ২৮ হাজার ৪১৭ ডলারে বিক্রি হয় পালকটি।
নিউজিল্যান্ডের আদিবাসী মাওরি জাতির কাছে হুইয়া একটি পবিত্র পাখি। মাওরি গোত্রপ্রধান ও পরিবারপ্রধানরা প্রায়ই মাথায় এ পাখির পালক পরতেন। পাশাপাশি হুইয়ার পালক উপহার দেয়া বেচাবিক্রির জন্য ব্যবহারের প্রচলনও ছিল।
মিউজিয়াম অব নিউজিল্যান্ডের তথ্যানুসারে, সর্বশেষ এ পাখিটি নিশ্চিতভাবে দেখা গিয়েছিল ১৯০৭ সালে। তবে এর পরের আরো দুই-তিন দশক ধরেও পৃথিবীতে এ পাখির দেখা মিলেছে বলে অসমর্থিত সূত্রে উল্লেখ করা হয়। ইন্টারনেট।