১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রায়পুরায় ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা
-


নরসিংদীর রায়পুরায় আসন্ন উপজেলা পরিষদ প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মো: সুমন মিয়াকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ প্রার্থীর লোকদের বিরুদ্ধে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মিরেরকান্দি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সন্ধ্যায় আহতাবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
মো: সুমন মিয়া চরসুবুদ্ধি ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন নাসুর ছেলে ও রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনের তালা প্রতীকের ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তাৎক্ষণিকভাবে এ ঘটনার ব্যাপারে পুলিশের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

রাঙ্গামাটিতে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা
রাঙ্গামাটি প্রতিনিধি জানান, দুষ্কৃতকারীর গুলিতে আহত হয়েছেন রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলার ৪নং বড়তলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুমং মারমা। মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় বড়থলী মার্মা পাড়ায় এ ঘটনা ঘটে। ওই সময় তিনি পাড়ার একটি বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন।
গুলিবিদ্ধ অবস্থায় আতুমং চেয়ারম্যানকে স্থানীয়রা উদ্ধার করে গতকাল বুধবার সকালে প্রথমে বান্দরবানের রুমা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: রুবেল জানান, রোগীর গায়ে দু’টি গুলি লেগেছে। তার মধ্যে হাতে গুলি ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ের ঊরুতে গুলি রয়ে গেছে।
এ ব্যাপারে বিলাইছড়ি সার্কেলের এএসপি মো: আবুল কাশেম চৌধুরী জানান, গুলিবিদ্ধ আতুমং মারমা চিকিৎসা শেষে ফিরে এলে মামলা হবে। তদন্তের পর এ ঘটনা সম্পর্কে জানা যাবে।

 


আরো সংবাদ



premium cement