চুয়াডাঙ্গায় পাটক্ষেতে মিললো বিএনপি নেতার লাশ
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ২২ মে ২০২৪, ০০:০৫
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সারারাত নিখোঁজ সদ্য কারামুক্ত বিএনপি নেতা আজগার আলীর (৫৭) লাশ সকালে পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার হাউলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও জয়রামপুর গাতির পাড়ার মৃত খোদা বক্সের ছেলে।
সোমবার (২০ মে) বিকেলে আজগার আলী বাড়ি থেকে বের হন। তার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পর দিন মঙ্গলবার (২১ মে) সকাল ৭ টার দিকে সংবাদ পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ জয়রামপুর বেলে মাঠের পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি লাঠি উদ্ধার করা হয়।
নিহত আজগার আলীর ভাইয়ের ছেলে আরিফুল ইসলাম জানান, সোমবার বিকেলে চাচার বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সারারাত সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন মঙ্গলবার সকাল ৬টার দিকে মাঠে কাজ করতে যাওয়া গ্রামের কৃষকরা খবর দেয় গ্রামের বেলে মাঠের চাচার নিজ পাটক্ষেতে লাশ পড়ে আছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগির কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আজগার আলী হার্ট অ্যাটাকে মারা গেছেন।
তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।