১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সরকার দুর্নীতিতে নিমজ্জিত আজিজের ঘটনায় আবার প্রমাণিত : মির্জা ফখরুল

-

বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল (অব:) আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দুর্নীতির কারণে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকার দুর্নীতিতে নিমজ্জিত। সরকারের দুর্নীতি, আজিজের দুর্নীতির কথা আমরা বারবার বলছি, কিন্তু সরকার অস্বীকার করেছে। শেষ পর্যন্ত দুর্নীতির কারণেই আজিজের ওপর নিষেধাজ্ঞা আসল, দুর্নীতি প্রমাণ হলো। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) জাগপা আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বর্তমান সরকার আকুণ্ঠ দুর্নীতিতে ডুবে আছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, সারা দুনিয়া একই কথা বলছে। অথচ গতকাল সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর দুর্নীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রভাবিত করা এবং জনগণের বিশ্বাস ক্ষুণœ করায় নিষেধাজ্ঞা এসেছে। আজিজের নিষেধাজ্ঞার ঘটনায় আমাদের নেতা-কর্মীদের খুশি হওয়ার কিছু নেই। কারণ এটি আরেকটি বিভ্রান্তি। র্যাব ও পুলিশের ৯ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা এসেছিল। এতে সরকারের পতন হয়নি। সরকার পতনে বিএনপি নেতা-কর্মীদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে।
তিনি বলেন, নিজের শক্তি নিয়ে দাঁড়াতে হবে এবং নিজের শক্তি নিয়েই এদেরকে পরাজিত করতে হবে। আমার নিজের ঘর যদি নিজে সামলাতে না পারি, অন্য কেউ সামলিয়ে দেবে না। সরকার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। সেনাবাহিনী, বিচার বিভাগ, প্রশাসন সব জায়গায় ত্রাসের রাজত্ব কায়েম করা হচ্ছে।
সরকারকে উৎখাত করার ভুল ব্যাখ্যা দেয়া হয় জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা উৎখাত করতে যাব কেন? ভোটের অধিকার চাই, ভোটের মধ্য দিয়ে তাদের পরাজিত করতে চাই। প্রয়োজনে আরও ত্যাগ স্বীকার করতে চাই।
জাগপা সভাপতি খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, এনডিপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।


আরো সংবাদ



premium cement
জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের

সকল