১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ট্রাফিক নিয়ন্ত্রণে এআই

-

সিকিমে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করা হবে। বেপরোয়া গতিতে গাড়ি চালানো কিংবা গাড়ির কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে। তাই সিকিমের রাস্তায় যাতায়াতকারী গাড়ি এবং বাইকচালকদের তাদের কাগজপত্র আপডেট করে নেয়ার আবেদন জানিয়েছে পরিবহন দফতর।
আগামী ২৫ মে থেকে সিকিমের রাস্তায় রাস্তায় চালু হয়ে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার। গত সপ্তাহে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছেন সিকিমের পরিবহন দফতরের সচিব রাজ যাদব। বিজ্ঞপ্তিতে গাড়িমালিক এবং চালকদের সমস্ত নথি ‘আপ-টু-ডেট’ করে রাখার পরামর্শ দেয়া হয়েছে।
নির্দেশিকায় জানানো হয়েছে, প্রাথমিকভাবে চারটি কেন্দ্র থেকে এআই প্রযুক্তি কাজে লাগানো হবে। পরবর্তীকালে ওই সংখ্যা আরো বাড়ানো হবে। ভারতের মধ্যে এআই প্রযুক্তি দিয়ে যান নিয়ন্ত্রণ এখনো পর্যন্ত দিল্লিতে চালু রয়েছে। সে দিক থেকে রাস্তায় প্রযুক্তির ব্যবহারে অন্য রাজ্যদের টেক্কা দিচ্ছে সিকিম। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement