০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

ইউরোপিয়ান সোস্যাল বিজনেস ট্যুরে ড. ইউনূস

-


ফাউন্ডেজিওন মিলানো কর্টিনা আয়োজিত ‘মিট দ্য পার্টনারস’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মিলানো কর্টিনা শীতকালীন অলিম্পিক ২০২৬-এর উদ্যোগে ফাউন্ডাজিওন মিলানো কর্টিনা সুপরিচিত গ্লোবাল ব্র্যান্ডগুলোর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে। বৈঠকের উদ্দেশ্য ছিল ড. ইউনূস কর্তৃক শীতকালীন অলিম্পিক ২০২৬-এর সহযোগীদের কাছে এই সামাজিক অলিম্পিকের উদ্দেশ্য ও বিষয়বস্তু ব্যাখ্যা করা এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়া যাতে তারা এই গেমসের সামগ্রিক সামাজিক লক্ষ্যগুলো পূরণের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। অনুষ্ঠানে অংশীদারদের মধ্যে ছিল ভিসা, স্যামসং, রেন্সট্যাড ও অন্যরা। ইউনূস সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

তিনি সামাজিক ব্যবসার ধারণাটি বিশদভাবে তুলে ধরেন এবং এ সংশ্লিষ্ট সব বিষয় ব্যাখ্যা করেন। এরপর ‘দ্য ইমপ্যাক্ট ২০২৬ প্রোগ্রাম’ তার উদ্দেশ্য ও কর্মকাণ্ডের ওপর উপস্থাপনা তুলে ধরে যা ফন্ডাজিওন মিলানো কর্টিনা ২০২৬, ইউনূস স্পোর্টস হাব ও ফন্ডাজিওন গিওকোমো ব্রডোলিনির সহযোগিতায় যৌথভাবে সৃষ্ট ও পরিচালিত। গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকোল ফাউন্ডেশনের জেনারেল ডেলিগেট ম্যাডাম ভেরোনিক ফৌজর নারীর ক্ষমতায়নের প্রেক্ষাপটে ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসার ওপর প্রফেসর ইউনূসের একটি সাক্ষাৎকার রেকর্ড করেন।

এ ছাড়া প্যারিসে গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকোল ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে প্রফেসর ড. ইউনূসকে স্বাগত জানানো হয়। উল্লেখ্য যে, প্রফেসর ড. ইউনূস এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন চেয়ারম্যান। ফাউন্ডেশনটির বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করার পাশাপাশি প্রফেসর ড. ইউনূস গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকোল ফাউন্ডেশনের জেনারেল ডেলিগেট ম্যাডাম ভেরোনিক ফৌজরের সাথে নারীর ক্ষমতায়নের প্রেক্ষাপটে ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসার ওপর একটি সাক্ষাৎকার রেকর্ড করেন। এ ছাড়াও তারা গ্রামীণ ক্রেডিট অ্যাগ্রিকোল ফাউন্ডেশনের সহায়তায় ‘ইউনূস ফ্রান্স’ পরিচালিত সেনেগালের ডাকারে নবীন ইক্যুইটি প্রোগ্রামের অগ্রগতিও পর্যালোচনা করেন।
মিলানে প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে ফন্ডাজিওন মিলানো কর্টিনা আয়োজিত ‘মিট দ্য পার্টনারস’ শীর্ষক সমাবেশে আমন্ত্রণ জানানো হয়। যেখানে তিনি শীতকালীন অলিম্পিক ২০২৬-এর সহযোগীদের কাছে এই সামাজিক অলিম্পিকের উদ্দেশ্য ও বিষয়বস্তু ব্যাখ্যা করেন। অংশীদারদের মধ্যে রয়েছে ভিসা, স্যামসাং ও র্যান্সট্যাড।

প্যারিসের মেয়র অ্যান হিদালগো প্রফেসর ড. ইউনূসকে ‘ইমপ্যাক্ট-২’ সম্মেলনে বক্তব্য দেয়ার জন্য আমন্ত্রণ জানান। ‘ইমপ্যাক্ট-২’ হলো ফরাসি ইনকিউবেটর ‘ইনকো’ ও প্যারিসের নগর সরকার আয়োজিত একটি বৈশ্বিক সম্মেলন। এতে প্রফেসর ড. ইউনূস শ্রোতাদের উদ্দেশে প্রযুক্তির সুযোগ ও ঝুঁকি সম্বন্ধে, বিশেষ করে যা দারিদ্র্য ও জলবায়ু সমস্যার সাথে সম্পর্কিত তা নিয়ে বক্তৃতা করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেক্রেটারি অব স্টেট ফর দ্য ট্রেজারি (যুক্তরাজ্য) গ্যারেট ডেভিস, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ সাশা লুসিয়নি এবং অন্যরা।

প্রফেসর ড. ইউনূসকে প্যারিসের সেইন সেন্ট ডেনিস এলাকার স্থানীয় সরকারের প্রেসিডেন্ট “মাইক্রোফিউচার” অনুষ্ঠানে বক্তৃতা করার জন্য আমন্ত্রণ জানান। ‘মাইক্রোফিউচার’ ক্ষুদ্রঋণের ভবিষ্যৎ ও এ বিষয়ক সর্বোত্তম অনুশীলনগুলো নিয়ে আলোচনার একটি উদ্যোগ।
ওদিকে প্যারিসে অবস্থানকালে ফ্রান্সের শীর্ষস্থানীয় সংবাদপত্র লাকোয়ার বিশিষ্ট সাংবাদিক জ্যা ক্যাসার্ড প্রফেসর ড. ইউনূসের একটি সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারটির মূল বিষয়বস্তু ছিল ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, আসন্ন প্যারিস অলিম্পিক এবং এই অলিম্পিকের সামাজিক ব্যবসার বিভিন্ন দিকগুলো।
প্রফেসর ইউনূসের ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার দীর্ঘদিনের অনুসারী, বিএনপি পারিবাসের ‘ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড রিলেশনস উইথ সিভিল সোসাইটির প্রধান ক্লডিয়া বেলির সাথে একটি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন।

ল’রিয়ালের প্রধান কার্যালয়ে আয়োজিত একটি পৃথক বৈঠকে তিনি মিসেস পলিন অ্যাভেনেললাম এবং মিসেস লরা বারোসোর নেতৃত্বে পরিচালিত ‘ল’রিয়াল ফান্ডস ফর উইমেন’ টিমের সাথে সাক্ষাৎ করেন এবং ইউনূস ফ্রান্স পরিচালিত ‘ডেগ না লা প্রোগ্রাম’ নিয়ে আলোচনা করেন।
ড. ইউনূস এরপর ‘সোস্যাল টাইডস’ আয়োজিত এক আলোচনা সভায় একদল তরুণ উদ্যোক্তার সাথে আলোচনায় যোগ দেন এবং ‘ইনকো’ আয়োজিত এক অনুষ্ঠানে সামাজিক ব্যবসা নিয়ে আলোচনা করেন।
পরদিন তিনি ‘মাইক্রোফিউচার’ নামে ফ্রান্স এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়ের সরকারি ও বেসরকারি অংশীজনদের একটি গোলটেবিল আলোচনার জন্য প্যারিসের দারিদ্র্য অধ্যুষিত এলাকা সেইন সেন্ট ডেনিসে যান। সেখানকার প্রেসিডেন্ট স্টিফেন ট্রাউসেল, ভাইস প্রেসিডেন্ট মেলিসা ইউসুফ তাকে এলাকার প্রেসিডেন্টের সচিবালয়ে অভ্যর্থনা জানান।


আরো সংবাদ



premium cement