১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

সেনাসদস্যসহ নিহত ৪

-

গাজীপুরে মিনিবাসের চাপায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যসহ দুইজন এবং নওগাঁয় একটি শিশু ও রংপুরে ঝিকরগাছার এক ট্রাক ড্রাইভার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে মিনিবাসের চাপায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যসহ দুই পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ চালকসহ ঘাতক বাসটি আটক করেছে। গতকাল রোববার মহানগরীর রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ময়মনসিংহের নান্দাইল থানার চন্ডিবাসা থানার চন্ডিপাশা গ্রামের মৃত রমেদ আলী ভূঁইয়ার ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম জুয়েল রানা (৬২) ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার উতমা চর পূর্বপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে শমসের আলী (৪২)।
জিএমপির সদর থানার ওসি সৈয়দ রাফিউল করিম জানান, রোববার দুপুরে রাজেন্দ্রপুর চৌরাস্তা ফুটওভার ব্রিজ এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বাসের জন্য অপেক্ষা করছিলেন তরিকুল ইসলাম জুয়েল রানা ও সবজি ব্যবসায়ী শমসের আলী। এ সময় জয়দেবপুর চৌরাস্তা থেকে বেপরোয়া গতিতে তাকওয়া পরিবহনের যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই দু’জনকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত ওই দু’জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক নুরুন্নবীসহ মিনি বাসটি আটক করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোরশা (নওগাঁ) সংবাদদাতা জানান, নওগাঁর পোরশায় অটোরিকশার ধাক্কায় লালচাঁন (৭) নামে এক শিশু নিহত হয়েছে। শিশুটি নিতপুর মনোহরপুরের রুবেলের ছেলে। জানা গেছে, গতকাল রোববার দুপুরের পরে রুবেল তার ছেলে লালচাঁনকে সাথে নিয়ে কপালী মোড় নামক স্থানে বাজার করার জন্য আসেন। এ সময় তার ছেলে রাস্তা পারাপারের সময় অপর দিক থেকে আসা মাসুদ বিড়ি বহনকারী একটি অটোরিকশা লালচাঁনকে ধাক্কা দেয়। ফলে সে ঘটনাস্থলে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন লালচাঁনকে উদ্ধার করে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ অটোরিকশাসহ চালককে আটক করেছে।
ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা জানান, রংপুরে সড়ক দুর্ঘটনায় ঝিকরগাছার জাহিদ হাসান সাদ্দাম (৩৫) নামের এক ট্রাক ড্রাইভার নিহত হয়েছেন। শনিবার দুপুরে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ধাপের হাট নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদ্দাম ঝিকরগাছা পৌরসদরের কীর্তিপুর কমিশনার পাড়ার বাসিন্দা আন্দুল হাইয়ের ছেলে। খবর পেয়ে পরিবারের সদস্যরা একই দিন সন্ধ্যায় রংপুরে পৌঁছে আইনি প্রক্রিয়া শেষ করে লাশ বাড়িতে নিয়ে আসে।


আরো সংবাদ



premium cement
জয়কে অপহরণ ও হত্যার ষড়যন্ত্রের মামলায় দণ্ডিত বিএনপি নেতা মিজানুরের জামিন সাবেক ৫ এমপির স্ত্রী-সন্তানসহ বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০ পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা জানতে চায় ট্রাইব্যুনাল সুইজারল্যান্ডে থাকা সিরিয়ার হিমায়িত অর্থের পরিমাণ জানালো সুইস সরকার ইসরাইলি হামলায় ২১ জন নিহত : বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ২০২৪ সালে ৫৪ জন সাংবাদিককে হত্যা যাত্রাবাড়ী থানার ওসিকে ১৫ ডিসেম্বর জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা ইন্টারনেট বিচ্ছিন্ন করার বিষয়ে পলককে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত সংস্থা র‍্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি আবারো গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব পাশ জাতিসঙ্ঘের

সকল