১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সুখে-দুঃখে পাশে থাকতে হবে শ্রমিকদের : মিয়া গোলাম পরওয়ার

-


বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, শ্রমিক নেতাদের হতে হবে শ্রমিকদের অতি আপনজন। যেখানেই শ্রমিক, সেখানেই দাওয়াতি কাজকে বিস্তৃত করতে হবে। শ্রমিকদের সুখ-দুঃখের অংশীদার এবং শ্রমিকদেরই একজন হয়ে উঠতে হবে ফেডারেশনের নেতাকর্মীদের।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বক্তব্য দেন। ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা, সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী এবং উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার।

বিশেষ অতিথির বক্তব্যে মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, এ দেশের শ্রমিকজনতা সবসময় অধিকারবঞ্চিত। অথচ শ্রমিকরা এক বিপুল সম্ভাবনাময় শক্তি। শ্রমিকজনতাকে যদি ইসলামের আদর্শিক ছায়ায় ঐক্যবদ্ধ করা যায়, তাহলে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা যেমন নিশ্চিত হবে, তেমনিভাবে একটি ইনসাফপূর্ণ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে শ্রমিকদের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
সভায় ফেডারেশনের মহানগরীর সহ-সভাপতি নজির হোসেন, আবু তালেব চৌধুরী, সাধারণ সম্পাদক মকবুল আহমেদ ভুইয়া, সহ-সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

সরকার মানবাধিকার ও গণতন্ত্রকে ধ্বংস করেছে : রফিকুল ইসলাম খান
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বগুড়া অঞ্চল জামায়াতের পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, সরকার গণতন্ত্রকে ধ্বংস করেছে। মানুষ এখন গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না। এ সরকার দেশের মানুষের মৌলিক অধিকার হরণ করে চলছে।
গত শুক্রবার পাবনা জেলা জামায়াত আয়োজিত জেলার সব উপজেলা কর্ম পরিষদ সদস্যদের শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইনের পরিচালনায় শিক্ষা শিবিরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, এসিস্টেন্ট সেক্রেটারি আবু সালেহ মো: আব্দুল্লাহ, মাওলানা আব্দুল গাফফার খান, মাওলানা গোলাম রব্বানী খান জুবায়ের, ডাক্তার আব্দুল বাসেত খান, মাওলানা আব্দুল লতিফ, অধ্যাপক রেজাউল করিম, সোহেল আহমেদ, অধ্যাপক আব্দুল মোমিন।

প্রধান অতিথি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, অবৈধ সরকার গণতন্ত্র ধ্বংসের পাশাপাশি অর্থনৈতিক অবস্থা একেবারে পঙ্গু করে ফেলছে। তিনি বলেন, বৈদেশিক ঋণের সুদের ভারে জর্জরিত, সুদ প্রদানের সামর্থ্য হারিয়েছে এজন্য আবার নতুন করে ঋণ গ্রহণের উদ্যোগ গ্রহণ করেছে।
রফিকুল ইসলাম খান বলেন, ব্যক্তিপর্যায়ে ইসলামী আন্দোলনের কর্মীদের আমল আখলাক, ব্যবসা-বাণিজ্য, চরিত্রসহ সব বিষয়ে স্বচ্ছ ও পরিচ্ছন্ন থাকতে হবে ।
পাবনা জেলা জামায়াতের এ শিক্ষা শিবিরে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা পৌরসভা জামায়াতের আমির অধ্যাপক রাকিব উদ্দিন, পাবনা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রব, ঈশ্বরদী উপজেলা আমির ড. নুরুজ্জামান প্রামাণিক, আটঘরিয়া উপজেলা আমির মাওলানা আমিরুল ইসলাম, চাটমোহর উপজেলা আমির মাওলানা আব্দুল হামিদ, সুজানগর উপজেলা আমির অধ্যাপক হিসাব উদ্দিন, বেড়া উপজেলা আমির মাওলানা আতাউর রহমান, সাঁথিয়া উপজেলা আমির মাওলানা মোহাম্মদ মোখলেছুর রহমান, ফরিদপুর উপজেলা আমির মাওলানা আবু তালেব, ভাঙ্গুড়া উপজেলা আমির মহির উদ্দিন প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ফেনীতে মুক্তিপণ না দেয়ায় শিশু খুন, গ্রেফতার ৩ কিশোর ড. ইউনূসের সাথে এসএফও প্রতিনিধিদলের বৈঠক সিরিজ নিশ্চিত করতে চায় দক্ষিণ আফ্রিকা, সমতা লক্ষ্য পাকিস্তানের হালাল পণ্যের বাজার প্রসারে বাংলাদেশের সাথে কাজ করবে মালয়েশিয়া শমী কায়সারের জামিন স্থগিত দেড় যুগ পর সিলেটে জামায়াতের কর্মী সম্মেলন কাল হালাল পণ্যের বাজার প্রসারে একসাথে কাজ করবে বাংলাদেশ ও মালয়েশিয়া ৫ বছর পর আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি জিতল জিম্বাবুয়ে জাহিদ-পলক-আজমসহ ৬ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলা দেশে এলো ইউক্রেন থেকে আমদানি করা গম চঞ্চলকে ‘গৃহবন্দী’ করার খবরে তোলপাড় ভারতে, অভিনেতা জানালেন ‘পুরোটাই মিথ্যা’

সকল