১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোবাইলফোন ফিরে পেতে ডিবি কার্যালয়ে মামুনুল হক

-

হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মিন্টো রোডের ঢাকা মহানগর পুলিশের (ডিবি) কার্যালয়ে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।
মামুনুল হক নয়া দিগন্তকে জানান, মূলত গ্রেফতারের সময় তার কাছ থেকে জব্দকৃত মোবাইলফোন ফেরত পেতে আবেদন নিয়ে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন তিনি। ডিবি কর্মকর্তা তার আবেদন গ্রহণ করে মোবাইলফোন আজ রবিবার ফেরত দেয়া হতে পারে বলে তাকে জানিয়েছেন।

২০২১ সালের ১৮ এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসায় অবস্থানকালে পুলিশ মামুনুল হককে গ্রেফতার করে। পরে ৩০ এপ্রিল সোনারগাঁও থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা করেন এক নারী। যদিও ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহসহ অর্ধশতাধিক মামলা হয়। পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। গত ৩ মে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।


আরো সংবাদ



premium cement