যান্ত্রিক ত্রুটিতে পড়া বিমানের ফ্লাইট কানাডা থেকে ফিরেছে
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ মে ২০২৪, ০০:০০
যান্ত্রিক ত্রুটিতে পড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কানাডা থেকে ঢাকাগামী ফিরতি ফ্লাইট নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা বিলম্বে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
গত ১৩ মে রাত ৪টায় ২৮৭ জন যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি কানাডার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। ফ্লাইটটি দিল্লির আকাশে যাওয়ার পরই এয়ারক্রাফটে মারাত্মক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিষয়টি আঁচ করতে পেরে পাইলট ঝুঁকি না নিয়ে ফ্লাইট ঘুরিয়ে পরদিন (১৪ মে) সকাল সাড়ে ৬টায় ঢাকায় অবতরণ করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকৌশল বিভাগের সদস্যরা যান্ত্রিক ত্রুটি শনাক্ত ও মেরামত শেষে যাত্রী নিয়ে ওই দিনই সকাল সাড়ে ১০টার দিকে কানাডার পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়। কানাডা থেকে যাত্রী নিয়ে বিমানের ফিরতি ফ্লাইট ৩ ঘণ্টা বিলম্বে ছেড়ে আসে। যার কারণে ফ্লাইটটি বুধবার রাত সাড়ে ১২টার পরিবর্তে রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় অবতরণ করে বলে বিমানবন্দর টার্মিনাল সূত্রে জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগের দায়িত্বশীলরা জানিয়েছেন, ফ্লাইটটি ঢাকা থেকে উড়ে ভারতের আকাশ প্রবেশ করার পরই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। সাথে সাথে কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করে পাইলট ঢাকায় ফেরত আসার সিদ্ধান্ত নেন। ওই দিন এয়ারক্রাফটে ইলেকট্রিক্যাল সমস্যা দেখা দিয়েছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় প্রকৌশলীরা ত্রুটি সারাতে সক্ষম হন। বোয়িং ৭৮৭-৯০০ মডেলের এয়ারক্রাফটে মোট সিট রয়েছে ২৯৮টি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা