নিউ মার্কেটে গরমে আনসার সদস্যের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ১৭ মে ২০২৪, ০০:০০
রাজধানীর নিউমার্কেট এলাকায় গরমে অসুস্থ হয়ে আবু তালেব (৫০) নামে এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ছুটিতে বাড়ি যাওয়ার উদ্দেশে স্বজনদের জন্য নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন বলে জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ২টার দিকে তিনি গরমে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু তালেবকে হাসপাতালে নিয়ে যাওয়া আল-আমিন জানান, আবু তালেব ভাই নিউমার্কেট এলাকার একটি প্রতিষ্ঠানে আনসার সদস্য হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছুটিতে বাড়ি যাবেন। নিউমার্কেটে কেনাকাটা করতে এসেছিলেন। কেনাকাটা শেষের দিকে হঠাৎ গরমে অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া জানান, তার ঢাকা মেডিক্যালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা