১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গাজানীতির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ইহুদি কর্মকর্তার পদত্যাগ

-

গাজা যুদ্ধে ইসরাইলের পক্ষে মার্কিন সমর্থনের প্রতিবাদে বাইডেন প্রশাসন থেকে এক ইহুদি কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগ করা কর্মকর্তার নাম লিলি গ্রিনবার্গ কল। তিনি স্বরাষ্ট্র দফতরের চিফ অব স্টাফের বিশেষ সহকারী ছিলেন। রাফায় ইসরাইলের পূর্ণমাত্রার স্থল অভিযানের মধ্যে নতুন করে তেলআবিবের জন্য মার্কিন অস্ত্র সহায়তার পরিকল্পনা ঘোষণার একদিন পরই প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন লিলি গ্রিনবার্গ। আলজাজিরা।
পদত্যাগপত্রে তিনি লিখেছেন, তিনি তার বিবেকবোধের জায়গা থেকে বাইডেন প্রশাসনের প্রতিনিধিত্ব করার বিষয়টি চালিয়ে যেতে পারেন না। গত ৭ অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বাইডেন এ বিষয়ে যেসব মন্তব্য করেছেন, তারও নিন্দা জানিয়েছেন লিলি। একটি মন্তব্যে বাইডেন সতর্ক করে বলেছিলেন, ইসরাইলের অস্তিত্ব না থাকলে বিশ্বে কোনো ইহুদি নিরাপদ থাকবেন না।

বাইডেনের এমন মন্তব্যের নিন্দা জানিয়ে লিলি বলেছেন, বাইডেন যুদ্ধের জন্য ইহুদিদের নাম ব্যবহার করছেন। এটি খুবই ভুল কাজ। লিলি মার্কিন প্রশাসন থেকে পদত্যাগ করা দ্বিতীয় কর্মকর্তা। গত সপ্তাহে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগ থেকে মেজর হ্যারিসন মান পদত্যাগ করেন। তিনিও গাজায় মার্কিন সমর্থনের প্রতিবাদে ওই সিদ্ধান্ত নেন। তিনিও ইউরোপিয়ান ইহুদি বংশোদ্ভূত বলে দাবি করেছেন।
অবশ্য যুক্তরাষ্ট্রের গাজা নীতির প্রতিবাদে মার্কিন কর্মকর্তাদের পদত্যাগের ঘটনা এটিই প্রথম নয়। গত বছরের ৭ অক্টোবর সঙ্ঘাত শুরু হওয়ার পর থেকে সাবেক একজন মার্কিন সেনা কর্মকর্তাসহ বাইডেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এবং নিয়োগপ্রাপ্তরা যুক্তরাষ্ট্রের গাজানীতির বিরোধিতা করে প্রকাশ্যে পদত্যাগ করেছেন।


আরো সংবাদ



premium cement