০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

সবচেয়ে উঁচু ভবন

-

ছয় বছর বন্ধ থাকার পর চলতি সপ্তাহে সৌদি আরবের জেদ্দা টাওয়ারের নির্মাণকাজ আবার শুরু হয়েছে। আর নির্মাণকাজ শেষ হলেই এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। ছাড়িয়ে যাবে সংযুক্ত আরব আমিরাতের বুর্জ খলিফাকেও। জেদ্দা টাওয়ারের উচ্চতা তিন হাজার ২৮০ ফুট।
আগে টাওয়ারটির নাম ছিল কিংডম টাওয়ার। পরে নাম পাল্টে জেদ্দা টাওয়ার করা হয়। জেদ্দা শহরে অবস্থানের কারণে ভবনটির এ নাম দেয়া হয়। টাওয়ারের নির্মাণব্যয় ধরা হয়েছে ১.২ বিলিয়ন ডলার। এটির নকশা করেছেন শিকাগোর স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ ও গর্ডন গিল।
আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে ভবনটির কাজ শেষ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। ২০১৩ সালে প্রকল্পটির কাজ শুরু হয়েছিল। ভবনটি নির্মাণ করছিল বিন লাদিন গ্রুপ। গ্রুপটির প্রেসিডেন্ট ছিলেন ওসামা বিন লাদেনের সৎ ভাই বকর বিন লাদেন। কিন্তু দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে বকর বিন লাদিনকে গ্রেফতার করা হলে ২০১৮ সালে ভবনটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়।

বন্ধ হওয়ার আগ পর্যন্ত ভবনটির এক-তৃতীয়াংশ কাজ সম্পন্ন হয়। নির্মাণকাজ সম্পন্ন হলে জেদ্দা টাওয়ার বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকেও ছাড়িয়ে যাবে। এটি হবে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার দ্বিগুণ এবং স্ট্যাচু অব লিবার্টির উচ্চতার ১১গুণ।
গগনচুম্বী ভবনটিতে অত্যাধুনিক এলিভেটরের পাশাপাশি থাকবে ৫৯টি লিফট।
দুবাইয়ের বুর্জ খলিফার চেয়েও এর উচ্চতা হবে প্রায় ৫৬৪ ফুট বেশি।
বুর্জ খলিফার মতো জেদ্দা টাওয়ারেও বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থাকবে। ভবনটি আবাসিক, বাণিজ্যিক ও অফিসিয়াল কাজের জন্য ব্যবহার করা হবে। এ ছাড়াও ভবনটিতে অবজারভেশন ডেক, হোটেল, হেলিপ্যাড ব্যবস্থা। এ ছাড়াও এ অট্টালিকায় পর্যটকদের জন্যও থাকবে নানা আকর্ষণ। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement
মুন্সীগঞ্জে সেতু থেকে লাফ দিয়ে যুবকের আত্মহত্যা মাদরাসা শিক্ষার্থীদের বৃত্তির তথ্য হালনাগাদের নির্দেশ সাফা মাধ্যমিক বিদ্যালয় অ্যাডহক কমিটির সভাপতি আল আমিন শান্তিতে ঘুমাতে চাইলে অবৈধ ইসরাইলিদের ফিলিস্তিন ত্যাগ করতে হবে : ইয়েমেন কিশোরগঞ্জে উন্নত পদ্ধতিতে ইট উৎপাদন বিষয়ে মতবিনিময় কুয়কাটায় শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ‘পর্যটন মেলা’ প্লাস্টিকের বোতল স্বাস্থ্য এবং পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে স্ত্রীসহ সাবেক এমপি শিখরের নামে দুদকের দুই মামলা খালেদা জিয়ার বিদেশ যাত্রা : ফিরোজার সামনে নেতাকর্মীদের ভিড় সিলেটে তাফসির মাহফিল বৃহস্পতিবার, প্রধান আলোচক মিজানুর রহমান আজহারি রংপুরের পাঁচে পাঁচ, ঢাকার টানা চার হার

সকল