১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জামালপুরে একসাথে ৪ শিশুর জন্ম, পরে ৩ জনের মৃত্যু

-

জামালপুরের ইসলামপুরে এক প্রসূতি এক সাথে চার শিশুর জন্মের কয়েক ঘণ্টার মধ্যে তিন শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন প্রসূতি খুশি বেগম। কিন্তু জামালপুর জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা শাখা (আইসিসিইউ) ইউনিটে চিকিৎসারত অবস্থায় দু’টি ছেলে ও একটি মেয়ের মৃত্যু হয় ।
জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা: মো: মাহফুজ রহমান বিকেল সোয়া ৩টার দিকে তিন নবজাতকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি আরো বলেন, যে নবজাতকটি এখনো জীবিত আছে সেও মুমূর্ষু অবস্থায় রয়েছে। তবে প্রসূতি খুশি বেগম সুস্থ আছেন বলে জানান এই চিকিৎসক।
জানা যায়, গতকাল বুধবার সকালে জেলার ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের গুঠাইল গিলাবাড়ী এলাকার বেপারী বাড়ির গ্রামের রিকশাচালক শফিকুল ইসলামের স্ত্রী খুশি বেগমের প্রসব ব্যথা ওঠে। পরে স্বজনরা দ্রুত তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও সেবিকারা তার চারটি সন্তান স্বাভাবিক ডেলিভারি করান।
প্রসূতি খুশি বেগম একজন গার্মেন্টকর্মী। চারটি সন্তানকে গর্ভে ধারণ করেই তিনি গার্মেন্টে কাজ করতেন।
সম্প্রতি তিনি গার্মেন্ট থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন। তার স্বামী শফিকুল ইসলাম একজন রিকশাচালক। তিনি ঢাকায় রিকশা চালান।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তার প্রসব ব্যথা উঠলে প্রসূতি খুশি বেগমকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা ।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সেবিকারা তাদের সর্বশেষ সাধ্য দিয়ে চেষ্টা করে তার স্বাভাবিক প্রসব করান।
পরে প্রসূতি মা ও শিশু চারটির উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালের শিশু নিবিড় পরিচর্যা শাখা (আইসিসিইউ) ইউনিটে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় দু’টি ছেলে ও একটি মেয়েসন্তানের মৃত্যু হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এ এম আবু তাহের জানান, তার হাসপাতালের চিকিৎসক ও নার্সরা অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলো নবজাতকগুলোর প্রয়োজনীয় সময় হয়নি।


আরো সংবাদ



premium cement

সকল